মারা গেছেন সবচেয়ে বেশি বয়সে নোবেলজয়ী বিজ্ঞানী
বিশ্বের সবচেয়ে বেশি বয়সে নোবেলজয়ী বিজ্ঞানী জন গুডেনাফ মারা গেছেন। রবিবার তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তা বয়স হয়েছিল ১০০ বছর। নিজের ১০১তম জন্মবার্ষিকীর মাত্র এক মাস আগে মারা গেলেন এই বিজ্ঞানী।
আমেরিকার টেক্সাস বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ জন গুডেনাফের মৃত্যুর খবর নিশ্চিত করেছে।
২০১৯ সালে রসায়নে নোবেল পুরস্কার পান জন গুডেনাফ। লিথিয়াম-আয়ন ব্যাটারিসহ ব্যাটারির সার্বিক বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকার জন্য তাকে এই পুরস্কার দেওয়া হয়। সে সময় তার বয়স ছিল ৯৭ বছর। সে অনুযায়ী তিনিই ছিলেন সবচেয়ে বেশি বয়সে নোবেলজয়ী কোনও ব্যক্তি।
উল্লেখ্য, জন গুডেনাফ ১৯২২ সালের ২৫ জুলাই জার্মানিতে জন্মগ্রহণ করেন। তিনি আমেরিকার ইয়েল বিশ্ববিদ্যালয় থেকে গণিতে স্নাতক ডিগ্রি নেন। পরে পদার্থবিদ্যায় পিএইচডি করেন শিকাগো বিশ্ববিদ্যালয় থেকে। এরপর ম্যাসাচুসেটস ইনস্টিটিউট অব টেকনোলজিতে (এমআইটি) একটি গবেষণা দলের নেতৃত্ব দেন। পরে তার তত্ত্বাবধানে পরিচালিত হয় অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের অরগানিক কেমিস্ট্রি গবেষণাগার। এছাড়াও দীর্ঘ ৩৭ বছর টেক্সাস বিশ্ববিদ্যালয়ে শিক্ষকতা করেন তিনি। সূত্র: নিউ ইয়র্ক টাইমস, বিবিসি, এপি