বিশ্বশীর্ষ নিউজ
ওমরাহ পালন শেষে কাতারে ফেরার পথে সৌদিতে সড়ক দুর্ঘটনায় তিন প্রবাসীর মৃত্যু
মোহাম্মদ ফিরোজ, সৌদিআরব প্রতিনিধি : সৌদি আরবে ওমরাহ পালন শেষে কাতারে ফেরত যাওয়ার সময় সড়ক দুর্ঘটনায় তিন প্রবাসী বাংলাদেশি নিহত হয়েছেন। গত সোমবার ২৫ সেপ্টেম্বর রাতে ওমরাহ ও মদিনায় জিয়ারত শেষে কাতার ফেরার পথে কাতার সৌদিআরবের সীমান্তে এই দুর্ঘটনা ঘটে। দূর্ঘটনা স্থলে তিন জন নিহত হন, অপর আর এক জন আহত হন।
নিহত কাতার প্রবাসীদের বাড়ি হলেন, ব্রাহ্মণবাড়িয়া জেলার, খাল্লা সাইফুল্লাহ কাদের, বাঞ্চারামপূর এর জাকির হোসেন, চট্টগ্রাম হাটহাজারী থানার, শাহ আলম, ও মৌলভীবাজার জেলার মাতারকাপন এলাকার মোঃ জলিল মিয়া। এ সময় তাদের সঙ্গে থাকা মুছা মিয়া নামের একজনকে আহত অবস্থায় উদ্ধার করে হাসপাতালে ভর্তি করানো হয়েছে।
জানা যায়, কাতার প্রবাসীরা পবিত্র ওমরাহ পালন ও মদিনা জিয়ারত এর উদ্যোশে সৌদিআরব আসেন, তারা প্রথমে মক্কায় ওমরাহ পালন করেন এবং একদিন পর মদিনায় জিয়ারত পালন শেষে কাতারে ফেরত যাচ্ছিলেন, কাতার সীমান্তে যাওয়ার আগেই সৌদিআরবের সীমান্তে এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।
নিহতদের মরদেহ সৌদি আরবের আল হাসা হুফুফ কিং ফাহাদ হসপিটালের হিমঘরে সংরক্ষিত করে রাখা হয়েছে।
ঘটনার সত্যতা বাংলাদেশ কনস্যুলেট জেনারেল জেদ্দা ও কাতার দূতাবাস নিশ্চিত করেন ।