বিশ্বশীর্ষ নিউজ

বেশীরভাগ এয়ারলাইন্স তেল আবিবের কয়েক ডজন ফ্লাইট বাতিল করেছে

 

৮ অক্টোবর, ২০২৩ (বাসস ডেস্ক): ফিলিস্তিনি জঙ্গি গোষ্ঠী হামাস ইসরায়েলের বিরুদ্ধে আশ্চর্যজনকভাবে বড় আকারের হামলা চালানোর পর বেশীরভাগ এয়ারলাইন্স এই সপ্তাহান্তে তেল আবিবের কয়েক ডজন ফ্লাইট বাতিল করেছে।
তেল আবিবের বেন গুরিয়ন বিমানবন্দরে আগমনের বোর্ডে থাকা আমেরিকান এয়ারলাইন্স, এয়ার ফ্রান্স, লুফথানসা, এমিরেটস, রায়নএয়ার এবং এজিয়ান এয়ারলাইনস ফ্লাইট প্রত্যাহার করেছে।
তবে বিমানবন্দর কর্তৃপক্ষ ইসরায়েলের দ্বিতীয় আন্তর্জাতিক বিমানবন্দর এবং লোহিত সাগরের পর্যটন গন্তব্য আইলাতের সাথে বাণিজ্যিক বিমান যোগাযোগ বন্ধ করেনি।
জার্মান ক্যারিয়ারের এক মুখপাত্র এএফপিকে জানিয়েছেন, ‘তেল আবিবের বর্তমান নিরাপত্তা পরিস্থিতির পরিপ্রেক্ষিতে লুফথানসা সোমবার পর্যন্ত তেল আবিব থেকে সমস্ত ফ্লাইট বাতিল করছে।
তিনি বলেন, এয়ারলাইনটি ‘ইসরায়েলের নিরাপত্তা পরিস্থিতি পর্যবেক্ষণ করছে।’
লুফথানসা গ্রুপের অংশ ব্রাসেলস এয়ারলাইনও তাদের তেল আবিব ফ্লাইট বাতিল করেছে।
এয়ার ফ্রান্স বলেছে, তারা ‘পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত’ তেল আবিব ফ্লাইট বন্ধ করে দিয়েছে।
এয়ার ফ্রান্স-কেএলএম গ্রুপের স্বল্পমূল্যের ক্যারিয়ার ট্রান্সাভিয়া ঘোষণা করেছে যে, এটি প্যারিস এবং লিয়ন থেকে তেল আবিবগামী সব ফ্লাইট সোমবার পর্যন্ত বাতিল করছে।
স্প্যানিশ এয়ারলাইন আইবেরিয়া তাদের তেল আবিব ফ্লাইট বাতিল করছে।
ইতালির পতাকা-বাহী আইটিএ এয়ারওয়েজ ‘যাত্রী এবং ক্রুদের সুরক্ষার জন্য’ রবিবার সকাল পর্যন্ত তাদের ফ্লাইট বাতিল করেছে।
ওয়ারশতে, পোলিশ ক্যারিয়ার এলওটি বলেছে, তারা শনিবার পোলিশ রাজধানী থেকে তাদের ফ্লাইট বাতিল করেছে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button