গাজা সিটি, ফিলিস্তিন, ১২ অক্টোবর, ২০২৩ (বাসস ডেস্ক) : গাজা উপত্যকায় মৃতের সংখ্যা বেড়ে ১,২০০ জনে দাঁড়িয়েছে। হামাসের আকস্মিক হামলার পর থেকে ষষ্ঠ দিনে ইসরাইলি বাহিনী গাজায় বোমাবর্ষণ বৃদ্ধি করায় প্রাণহানির সংখ্যা বাড়লো।
খবর এএফপি’র।
গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের এক মুখপাত্র বলেন, ইসরাইলের হামলায় ‘শহীদের সংখ্যা বেড়ে ১,২০০ এবং আহতের সংখ্যা বেড়ে প্রায় ৫,৬০০ জনে দাঁড়িয়েছে।’