আমির হোসেন আমুর পূজা মন্ডপ পরিদর্শন
২১ অক্টোবর, ২০২৩ (বাসস) : ঝালকাঠিতে সনাতন ধর্মাবলম্বীদের বৃহত্তম ধর্মীয় উৎসব শারদীয়া দূর্গা পূজায় মন্ডপে মন্ডপে হিন্দু ধর্মাবলম্বীদের ঢল নেমেছে। সব বয়সী হিন্দু ধর্মাবলম্বী মানুষের হৃদয়ে বাঁধভাঙা আনন্দের জোয়ার বইছে। শুক্রবার রাতে বিভিন্ন পূজা মন্ডপ পরিদর্শন করেন ১৪ দলের সমন্বয়ক ও মুখপাত্র এবং শিল্পমন্ত্রনালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি আমির হোসেন আমু এম.পি।
শনিবার সকালে ১৭৭টি মন্দিরে সপ্তমী পুজার আনুষ্ঠানিকতা শুরু হয়। মন্ডপগুলোর নিকটস্থ নদী, পুকুর বা জলাশয়ে একটি কলাগাছকে বউ সাজিয়ে স্নান করানো হয়। তারপর শাড়ি পরিহিতা সেই গাছকে প্রতিমার এক প্রান্তে গণেশের পাশে স্থাপন করা হয়। এরপর ত্রিনয়না দেবীর তৃতীয় চক্ষুদান করা হয়। নবপত্রিকা প্রবেশ ও স্থাপন শেষে দেবীর মহাসপ্তমী বিহীত পূজা অনুষ্ঠিত হয়। এরপর দেয়া হয় পূজার প্রথম অঞ্জলি।
মহাষষ্ঠীর শুক্রবার সন্ধ্যায় আমির হোসেন আমুর পূজা মন্ডপ পরিদর্শনকালে তার সাথে ছিলেন জেলা পরিষদ চেয়ারমম্যান এডভোকেট খান সাইফুল্লাহ পনির, জেলা আওয়ামী লীগ সহ-সভাপতি ও সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান খান আরিফুর রহমান, পৌর মেয়র ও আওয়ামী লীগ সভাপতি লিয়াকত আলী তালুকদার, জেলা পূজা উদযাপন কমিটির সভাপতি অধ্যাপক ডাক্তার অসীম কুমার সাহা, সাধারণ সম্পাদক তরুন কর্মকারসহ হিন্দু ধর্মীয় নেতারা উপস্থিত ছিলেন।
ঝালকাঠির পুলিশ সুপার আফরুজুল হক টুটুল জানান, সুষ্ঠু ও শান্তিপূর্ণ উৎসবমূখর পরিবেশে সনাতন ধর্মাবলম্বীদের বৃহত্তম ধর্মীয় উৎসব শারদীয় দূর্গা পূজা উদযাপনের লক্ষ্যে আইন শৃঙ্খলা স্বাভাবিক রাখতে র্যাব পুলিশ আনসার সদস্যরা নিরলস কাজ করছে।