চট্টগ্রামসংগঠন সংবাদ

সনাতনী ধর্মাবলম্বীদের প্রধান শারদীয় দূর্গাৎসবে হরিশ চন্দ্র মজুমদার বাড়ীর পূজোমন্ডপ

 

নিজস্ব সংবাদ দাতা, চট্টগ্রাম ডেইলী – শরতের শুভ্রতার আলোকে মহামায়ার আগমনী উপলক্ষে এই বারের শারদীয় দূর্গাৎসবে কধুরখীল হরিশ চন্দ্র মজুমদার বাড়ীর পূজোমন্ডপ মহামায়ার রূপের আলোক ছটায় সেজেছিল অন্যরকম সাজে । ভিন্ন ভিন্ন বাদ্যযন্ত্রের সন্ময়ে মনোমুগ্ধকর ডাকের তালে অসাধারণ পরিবেশনায় সর্বধমাবলম্বীদের মন রাঙিয়েছিল চট্টগ্রাম তথা বিশ্বপরিচিত লোক সাংস্কৃতিক প্রতিষ্ঠান বিনয়বাঁশী শিল্পীগোষ্ঠী ।ষষ্ঠী থেকে নবমী পর্যন্ত মায়ের পূজা, সন্ধ্যারতী, ভোগ নিবেদন, জাগরন পুথিঁ পাঠ থেকে শুরু করে প্রসাদ বিতরনের মধ্য দিয়ে দশমীতে মায়ের বির্সজন দিয়ে সমাপ্তী হয় সনাতনী ধর্মাবলম্বীদের প্রধান শারদীয় দূর্গাৎসব। তবে নবমী ও দশমীতে দূর্যোগপূর্ণ আবহাওয়ার কারনে দর্শনার্থীদের কিছুটা র্দুভোগ সৃষ্টি হয়ছিল। মহামায়া হল হিন্দু দর্শনে বর্ণিত পরমেশ্বরী শক্তি । ঈশ্বর সৃষ্টি, পালন, সংহার ও জন্ম লীলা প্রভৃতি কার্য এই মহাশক্তির সাহায্যেই সম্পাদন করেন বলে হিন্দুদের বিশ্বাস।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button