সালমানের সঙ্গে ক্যাটরিনার ‘অনস্ক্রিন কেমিস্ট্রি’, কী বললেন ভিকি?
এর আগেও যশরাজ ফিল্মসের ‘টাইগার’ ফ্রাঞ্চাইজির বাকি দুটি ছবিতে অভিনয় করেছিলেন ক্যাটরিনা। সেসময় সম্পর্কে ছিলেন না ক্যাটরিনা ভিকি কৌশল। তবে ‘টাইগার থ্রি’ যখন মুক্তি পায়, তখন ভিকি ছিলেন ক্যাটরিনার স্বামী।
কিন্তু ভিকির সঙ্গে ক্যাটরিনার যখন বিয়ে, তখন ‘টাইগার থ্রি’ ছবির শুটিংয়ে ব্যস্ত ছিলেন এ নায়িকা। ছবিতে প্রাক্তন প্রেমিক সালমানের সঙ্গে রোমান্স করেছেন। এদিকে এই ছবিটি দেখেছেন ভিকি কৌশলও। স্ত্রীর সঙ্গে প্রাক্তনের অন স্ক্রিন রোমান্স দেখে কী বলেছেন ভিকি?
তবে স্ত্রীকে বাহবাই দিয়েছেন এ অভিনেতা। টাইগার থ্রির একটি পোস্টার শেয়ার করে ভিকি লিখেছেন, এই ছবি দীপাবলির উপহার। দারুণ হয়েছে। যশরাজ ফিল্মসের গোটা টিমকে অনেক শুভেচ্ছা।
বরাবরই ক্যাটরিনার কাজের ভক্ত স্বামী ভিকি। ডিসেম্বর মাসেই তাদের দু’বছরের বিবাহবার্ষিকী। কীভাবে তা পালন করবেন, সেদিকে নজর তাদের অনুরাগীদের।