আহরারের সেঞ্চুরিতে ইংল্যান্ডকে হারিয়ে তৃতীয় হলো বাংলাদেশ
নয়া দিল্লি, ২৮ নভেম্বর ২০২৩ (বাসস) : অধিনায়ক আহরার আমিনের সেঞ্চুরিতে চারজাতি ক্রিকেট টুর্নামেন্টের তৃতীয় হয়েছে বাংলাদেশ অণূর্ধ্ব-১৯ দল। তৃতীয়স্থান নির্ধারনী ম্যাচে বাংলাদেশ ৬ উইকেটে হারিয়েছে ইংল্যান্ডকে। ১০৮ রানের অনবদ্য ইনিংস খেলেন আহরার।
ভারতের অন্ধ্রপ্রদেশের মুলাপাদু স্টেডিয়ামে টস হেরে প্রথমে বোলিং করতে নামে বাংলাদেশ। মিডল অর্ডার ব্যাটার হামজা শেখের সেঞ্চুরিতে প্রথমে ব্যাট করে ৫০ ওভারে ৩০৩ রানের সংগ্রহ পায় ইংল্যান্ড। ১২টি চার ও ৪টি ছক্কায় ১০৫ বলে ১০৬ রান করেন হামজা। এছাড়া কার্লি অ্যালিসন ৬৩ বলে অপরাজিত ৮২ রান করেন। বাংলাদেশের ইকবাল হোসেন ইমন ২টি উইকেট নেন।
জবাবে ৩০৪ রানের টার্গেট তাড়া করতে নেমে আহরারের সেঞ্চুরি ও আরিফুল ইসলামের হাফ-সেঞ্চুরিতে ৪ বল বাকী থাকতে জয় নিশ্চিত করে বাংলাদেশ। ৫৩ রানে ৩ উইকেট পতনের পর চতুর্থ উইকেটে ১৫২ রানের জুটি গড়েন আহরার-আরিফুল।
১০টি চার ও ৩টি ছক্কায় ৮৪ বলে অপরাজিত ১০৮ রান করেন আহরার। ৬টি চার ও ৪টি ছক্কায় ৭০ বলে ৮১ রান করেন আরিফুল।
আহরারের সাথে দলের জয় নিশ্চিত করতে ৩৬ বলে ৪৯ রানের অনবদ্য ইনিংস খেলেন চৌধুরি এমডি রিজওয়ান।
লিগ পর্বে ৬ ম্যাচের মধ্যে মাত্র ১টিতে জয় পাওয়ায় ফাইনালে খেলার যোগ্যতা অর্জন করতে পারেনি বাংলাদেশ। ফাইনালে ভারত ‘বি’ দলকে হারিয়ে শিরোপা জিতে নেয় ভারত ‘এ’ দল।