জামায়াত নেতা তসলিমের ২ বছর কারাদন্ড
ঢাকা, ২৮ নভেম্বর, ২০২৩ (বাসস) : কাফরুল এলাকায় অগ্নিসংযোগের ঘটনায় দায়ের করা মামলায় জামায়াতের কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য ও ঢাকা মহানগরী উত্তরের সহকারি সেক্রেটারি লস্কর মোহাম্মদ তসলিমকে ২ বছরের সশ্রম কারাদন্ড দিয়েছেন আদালত। কারাদন্ডের পাশাপাশি তিন হাজার টাকা জরিমানা, অনাদায়ে তাকে আরও একমাসের বিনাশ্রম কারাভোগ করতে হবে।
মঙ্গলবার ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট তরিকুল ইসলাম এ রায় ঘোষণা করেন। রায় ঘোষণার সময় আসামি উপস্থিত না থাকায় তার বিরুদ্ধে সাজা পরোয়ানাসহ গ্রেফতারি পরোয়ানা জারি করেন আদালত।
মামলার সূত্রে জানা যায়, ২০১৩ সালের ২১ মার্চ কাফরুল থানার স্টাফ কোয়ার্টারের বিপরীত পাশে লস্কর মোহাম্মদ তসলিমসহ জামায়াতের কয়েকজন নেতাকর্মী একটি সিএনজি থামিয়ে অগ্নিসংযোগ করেন। এতে সিএনজির দশ হাজার টাকা ক্ষতি হয়। এ ঘটনায় সিএসজি চালক মহিদুল ইসলাম বাদি হয়ে কাফরুল থানায় একটি মামলা করেন। ২০১৪ সালের ২৭ ফেব্রুয়ারি লস্কর মোহাম্মদ তসলিমকে অভিযুক্ত করে চার্জশিট দাখিল করেন পুলিশ। মামলায় বিচার চলাকালে পাঁচজনের সাক্ষ্য গ্রহণ করেন আদালত।