চট্টগ্রামশীর্ষ নিউজ
কর্ণফুলীতে ২৬ মামলার আসামি ‘ইলিয়াছ’ গ্রেফতার
চট্টগ্রাম প্রতিনিধি
চট্টগ্রামের কর্ণফুলীতে জালিয়াতির মাধ্যমে ব্যাংকের টাকা আত্মসাৎসহ একাধিক অপরাধে জড়িত ২৬ মামলার পলাতক আসামি মো. ইলিয়াসকে (৪৮) গ্রেফতার করেছে পুলিশ।
বৃহস্পতিবার (৭ ডিসেম্বর) দুপুরে আদালতের মাধ্যমে তাকে কারাগারে পাঠানো হয়েছে। এর আগে বুধবার (৬ ডিসেম্বর) সন্ধ্যা পৌনে ৭টার দিকে বন্দর থানার পোর্ট কলোনি এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।
বিষয়টি নিশ্চিত করেছেন কর্ণফুলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ জহির হোসেন। গ্রেফতারকৃত মোহাম্মদ ইলিয়াছ (৪৮) কর্ণফুলী উপজেলার বড়উঠান ইউনিয়নের শাহমীরপুর গ্রামের আব্দুল ছমদ মিস্ত্রির বাড়ির মো. মনিরুজ্জামানের ছেলে।
ইলিয়াছ পলাতক অবস্থায় নগরীর বায়োজিদ থানার গ্রিনভ্যালি হাউজিং সোসাইটি, খুলশী থানার গরীবুল্লাহ শাহ হাউজিং সোসাইটি এবং কোতোয়ালি থানার খাতুনগঞ্জের এস এস মার্কেট ঠিকানা ব্যবহার করতেন।
ওসি জানান, ইলিয়াছের বিরুদ্ধে ২০১৯ সালের জানুয়ারিতে জালিয়াতির মাধ্যমে পূবালী ব্যাংক চকবাজার শাখার ১২ কোটি ৮৫ লাখ টাকা আত্মসাতের মামলার এজাহারনামীয় আসামি। এছাড়াও তার বিরুদ্ধে ২৬টি মামলায় গ্রেফতারি পরোয়ানা ছিল। এর মধ্যে ১২টিতে আদালত তাকে সাজা দিয়েছেন। এসব মামলার রায়ে তার বিরুদ্ধে কয়েক কোটি টাকা অর্থদণ্ডের আদেশ রয়েছে।
দীর্ঘদিন সে পলাতক ছিলেন। বুধবার সন্ধ্যায় গোপন সংবাদের ভিত্তিতে নগরীর বন্দর থানাধীন পোর্ট কলোনি এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।