চট্টগ্রাম
দিনের ভোট যদি রাতে হয়, জাপা নির্বাচন থেকে সরে দাঁড়াবে: নুরুচ্ছফা সরকার
জে. জাহেদ, চট্টগ্রাম প্রতিনিধি:
জাতীয় পার্টির চট্টগ্রাম দক্ষিণ জেলার আহ্বায়ক ও আগামী ৭ জানুয়ারি চট্টগ্রাম-১২ (পটিয়া) আসনের দলীয় প্রার্থী নুরুচ্ছফা সরকার বলেছেন, ‘জাতীয় পার্টি ছাড়া আওয়ী লীগের কোনো কূল কিনারা নেই। দিনের ভোট যদি রাতে হয়, জাপা নির্বাচন থেকে যে কঁন মুহুর্তে সরে দাঁড়াবে।’
শনিবার (৯ ডিসেম্বর) বিকেলে উপজেলার আল ওমান কমিউনিটি সেন্টারে কর্ণফুলী জাতীয় পার্টির নব নির্বাচিত কমিটির পরিচিত সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
জাপা নেতা আরও বলেন, জাতীয় পার্টিকে কৌশলগত ভাবে নির্বাচনে আনা হয়েছে। তাই ভাববেন না, জাতীয় পার্টি আওয়ামী লীগের দালালি করে। নির্বাচনে আসছি আবার সরেও যেতে পারি। কারণ আওয়ামী লীগ যে কর্মকান্ড শুরু হয়েছে, তাতে রাজনীতি প্রশ্নবিদ্ধ হচ্ছে।
কর্ণফুলী উপজেলা জাতীয় পার্টির সভাপতি এম বোরহান উদ্দিন ফারুকীর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক সাইফুদ্দীন খান মেম্বারের সঞ্চালনায় এতে আরও বক্তব্য রাখেন চট্টগ্রাম-১৩ আনোয়ারা কর্ণফুলী আসনের দলীয় প্রার্থী আবদুর রব চৌধুরী টিপু, দক্ষিণ জেলা জাতীয় পার্টির সদস্য সচিব আবদুছ ছাত্তার রনি, যুগ্ম আহ্বায়ক মোহাম্মদ মিয়া চৌধুরী প্রমুখ। এছাড়াও সভায় উপজেলা ও ইউনিয়ন জাতীয় পার্টির নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন।