সুনামগঞ্জে শীতার্তদের পাশে দাড়ানোর আহবান ড.সাদিক এমপির
আল হেলাল,সুনামগঞ্জ : সুনামগঞ্জের শীতার্ত লোকজনকে অবিলম্বে শীতবস্ত্র প্রদানের জন্য জেলা প্রশাসন, এনজিও,রেডক্রিসেন্ট সোসাইটি ও সমাজের বিত্তবান ব্যক্তিদেরকে এগিয়ে আসার আহবাণ জানিয়েছেন সুনামগঞ্জ ৪ আসনের নব নির্বাচিত সংসদ সদস্য পিএসসির সাবেক চেয়ারম্যান ড.মোহাম্মদ সাদিক। শনিবার (১৩ জানুয়ারি) রাতে তিনি বলেন,এই মুহুর্তে ঢাকায় অবস্থান করলেও আমি উপলব্ধি করতে পারছি আমার জেলা ও নির্বাচনী এলাকার জনগন প্রচন্ড এই শীতে কত কষ্ট করছেন। তাই জেলা প্রশাসক ও রেডক্রিসেন্ট সোসাইটিসহ সংশ্লিষ্ট সকলের সাথে আমি আলাপ করে জনগনের শীতের কষ্ট লাঘবের জন্য এখনি এই মুহুর্ত থেকে শীতবস্ত্র প্রদানের জোর দাবী করেছি। এছাড়াও বিত্তবান ও সুহৃদয়বান ব্যক্তিদের কাছে আমার আবেদন রইলো তারা যেন সাধ্যমত শীতার্ত মানুষের সাহায্যার্থে ভূমিকা পালন করেন। সুনামগঞ্জের জেলা প্রশাসক মোহাম্মদ রাশেদ ইকবাল চৌধুরী বলেন,সুনামগঞ্জ জেলায় শীতার্ত, অসহায় ও দু:স্থ মানুষের মাঝে কম্বল বিতরণ অব্যাহত আছে এবং থাকবে। যাতে তাদের কষ্ট লাঘব হয় প্রশাসন সেই চেষ্টা অব্যাহত রেখেছে। জেলা ত্রাণ ও পূণর্বাসন কর্মকর্তা মো.শফিকুল ইসলাম বলেন,এবার এ পর্যন্ত ৫০ হাজার শীতবস্ত্র বরাদ্দ পাওয়া গেছে। আরো বরাদ্দের জন্য আমরা ত্রাণ ও দুর্যোগ মন্ত্রণালয়ে চাহিদাপত্র প্রেরণ করেছি।