ডেমরায় ঢাকা মেট্রোপলিটন পুলিশের সাথে শিক্ষার্থীদের মতবিনিময়
ঢাকা, ২৩ জানুয়ারি, ২০২৪(বাসস): ডেমরায় ঢাকা মেট্রোপলিটন পুলিশের সাথে ঐতিহ্যবাহী সামসুল হক খাঁন স্কুল অ্যান্ড কলেজের শিক্ষার্থীদের সচেতনতামূলক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
আজ মঙ্গলবার দুপুরে ওয়ারী বিভাগের উদ্যোগে ও ডেমরা থানার তত্ত্বাবধানে সামসুল হক খাঁন স্কুল অ্যান্ড কলেজ প্রঙ্গণে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
মতবিনিময় সভায় প্রধান অতিথি ছিলেন ওয়ারী বিভাগের উপ-পুলিশ কমিশনার মো. ইকবাল হোসাইন। অনুষ্ঠানের সভাপতিত্ব করেন সামসুল হক খাঁন স্কুল অ্যান্ড কলেজের গভর্নিং বডির চেয়ারম্যান সামসুদ্দিন ভূইয়া সেন্টু।
এ সভায় স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে সাইবার নিরাপত্তা আইন বিষয়ে সচেতনতা, ইভটিজিং ও মাদক প্রতিরোধে শিক্ষার্থীদের ভূমিকা নিয়ে আলোচনা করা হয়।
অনুষ্ঠানে অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (ডেমরা জোন ও ক্রাইম) মো. মাসুদুর রহমান মনির, অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (ট্রাফিক-ডেমরা জোন) ইসরাত জাহান, সহকারী পুলিশ কমিশনার (ডেমরা জোন) মধুসূদন দাস, ডেমরা থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ জহিরুল ইসলাম, সামসুল হক খাঁন স্কুল অ্যান্ড কলেজের শিক্ষকবৃন্দ ও ছাত্র-ছাত্রীসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।