নওগাঁয় পিঠা উৎসব শুরু
নওগাঁ, ১ ফেব্রুয়ারি, ২০২৪ (বাসস): জেলায় তিনদিনব্যাপী জাতীয় পিঠা উৎসব ও লোক সংস্কৃতি অনুষ্ঠান শুরু হয়েছে।
বাংলাদেশ শিল্পকলা একাডেমির দেশব্যাপী আয়োজনের অংশ হিসেবে বুধবার সন্ধ্যা ৭টায় নওগাঁ জেলা শিল্পকলা একাডেমি চত্বরে এ উৎসবের আনুষ্ঠানিক উদ্বোধন করেন জেলা প্রশাসক ও জেলা শিল্পকলা একাডেমি সভাপতি মোঃ গোলাম মওলা।
এ অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অবসরপ্রাপ্ত অধ্যক্ষ প্রফেসর মোঃআবৃত শরিফুল ইসলাম খান এবং নওগাঁ জেলা প্রেসক্লাবের সভাপতি মোঃ কায়েস উদ্দিন।
এ অনুষ্ঠানে নওগাঁ সদর উপজেলা নির্বাহী অফিসার এস এম রবিন শীষ, আবৃত্তি পরিষদের সভাপতি ডাক্তার ময়নুল হক দুলদুল, জেলা কালচারাল অফিসার মোঃ তাইফুর রহমান উপস্থিত ছিলেন।
উৎসবে ১০টি ষ্টলে প্রায় ৪০ প্রকারের পিঠার সমাহার ঘটে। প্রচুর সংখ্যক মানুষ পিঠা উৎসবে যোগদান করেন। রাত ৯টার মধ্যে সবগুলো ষ্টলের পিঠা বিক্রি শেষ হয়ে যায়।
জেলা শিল্পকলা একাডেমির শিক্ষার্থীরাসহ বিভিন্ন সাংস্কৃতিক সংগঠনের শিল্পীরা সংগীত, নৃত্য ও আবৃত্তি পরিবেশন করেন।
এ উৎসব চলবে ২ ফেব্রুয়ারি পর্যন্ত।