চট্টগ্রামশীর্ষ নিউজ
কর্ণফুলীতে চিকিৎসা নিতে বের হয়ে জিপের ধাক্কায় পরপারে নারী
জে. জাহেদ, চট্টগ্রাম প্রতিনিধি:
চট্টগ্রামের কর্ণফুলীতে স্বাস্থ্যকেন্দ্রে চিকিৎসা নিতে যাওয়ার সময় জিপের ধাক্কায় এক নারী নিহত হয়েছেন। সোমবার (৫ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ১১টার দিকে কর্ণফুলীর পিএবি সড়কের বড়উঠান রাস্তার মাথা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
বিষয়টি নিশ্চিত করেছেন কর্ণফুলী থানার ওসি মো. জহির হোসেন।তিনি জানান, নিহত জয়নাব বেগম (৫৫) কর্ণফুলী উপজেলা বড়উঠান (৮ নম্বর ওয়ার্ড) বালির বাপের বাড়ির আইয়ুব আলীর স্ত্রী।
ঘটনার সত্যতা নিশ্চিত করে শাহমিরপুর পুলিশ ফাঁড়ির ইনচার্জ আবু ছৈয়দ রানা ও স্থানীয় ইউপি সদস্য মো. সাইফুদ্দিন বলেন, ওই নারী সকালে বড়উঠান দীঘির পাড়ে স্বাস্থ্য কমপ্লেক্সে যেতে বাড়ি থেকে বের হয়েছিলো। কিন্তু রাস্তা পার হওয়ার সময় জিপ গাড়ির ধাক্কায় স্পটেই তাঁর মৃত্যু হয়।
কর্ণফুলী থানার ওসি মো. জহির হোসেন বলেন, জিপটি আটক করা হলেও চালক পালিয়ে গেছেন। এ ঘটনায় আইনানুগ ব্যবস্থা নেওয়া হচ্ছে।