বিশ্বশীর্ষ নিউজ

সৌদিআরবের জেদ্দায় উদ্বোধন হলো ওয়ার্ল্ড ট্রেড এক্সপো, এতে বাংলাদেশের অংশগ্রহণ 

মোহাম্মদ ফিরোজ,  সৌদিআরব: বন্দর নগরী জেদ্দায় উদ্বোধন হলো ওয়ার্ল্ড ট্রেড এক্সপো, এতে বাংলাদেশ সহ অংশগ্রহণ করেছে ২১টি দেশ। এর মাধ্যমেই নিজেদের লেদার শিল্প, গার্মেন্টস, বিজ্ঞান, প্রযুক্তি ও ব্যাংকসহ সহ নানা শিল্পের সম্ভাবনাম খাত তুলে ধরছে মেলায় অংশগ্রহণ কারিরা। আগামী তিনদিন প্রতিদিন বিকাল ৪টা থেকে রাত ১০টা পর্যন্ত এ প্রদর্শনী চলবে।
গতকাল ৯ ডিসেম্বর মঙ্গলবার সেন্টার ফর এক্সিবিশন এন্ড ইভেন্টস- সেন্টারে অনুষ্ঠিত ওয়ার্ল্ড ট্রেড এক্সপোতে বাংলাদেশর দুইটি প্রতিষ্ঠান অংশগ্রহণ করেন, ইসলামি ব্যাংক বাংলাদেশ ও এ ওয়ান কম্পোজিট লেদারওয়্যার (প্রাইভেট) লিমিটেড।
উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাংলাদেশ কনস্যুলেট জেদ্দার কনসাল জেনারেল মিয়া মোহাম্মদ মাইনুল কবির, সৈয়দা নাহিদা হাবিবা, কমার্শিয়াল কাউন্সেলর, জেদ্দা, ওবায়েদ উল্লাহ আল মাসুদ, চেয়ারম্যান, ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি, আইকন ইন্টারন্যাশনাল ফর কনফারেন্স এর সিইও জনাব ওয়ালিদ ওয়াকেদ, এইচ এম এস লেদারের স্বত্বাধিকারী জনাব হাজি মো: শাহজাহান ও বাংলাদেশী বিভিন্ন গণমাধ্যম কর্মীরা।
জেদ্দা এক্সপোর মাধ্যমেই সৌদি সহ মধ্যপ্রাচ্যের বাজারে বাংলাদেশ পন্যের বাজার সৃষ্টি করার পপাশাপাশী দেশের অর্থনৈতিতে বড় অবদান রাখতে চান অংশগ্রহণ কারিরা।
বাংলাদেশে বিদেশি বিনিয়োগ আকর্ষণ, বাংলাদেশে উৎপাদিত পণ্যের বাজার সম্প্রসারণ এবং দ্বি-পক্ষীয় বাণিজ্য সুযোগ সম্প্রসারণের লক্ষ্যে বাংলাদেশ এই এক্সপোতে অংশগ্রহণ করে করছেন বলে জানান, কমার্শিয়াল কাউন্সিলর সৈয়দা নাহিদা হাবিবা,
প্রবাসী রেমিটেন্স যোদ্ধাদের মাঝে আস্তা পিরিয়ে আনার, ব্যাঙ্কিং চ্যানেলে রেমিট্যান্স প্রবাহ বৃদ্ধি করা মাধ্যমেই রাষ্ট্র গঠনের সহযোগিতার কাজ করবে বলে জানান মেলায় অংশগ্রহণ কারি ইসলামি ব্যাংক এর চেয়ারম্যান, ওবাইদুল্লাহ আল মাসুদ।
বাংলাদেশের সঙ্গে সৌদি আরবে কূটনৈতিক, বাণিজ্যিক ও সাংস্কৃতিক সম্পর্ক বিদ্যমান রয়েছে। এই সম্পর্ককে কাজে লাগিয়ে অধিকসংখ্যক ব্যবসায়ী, উদ্যোক্তা ও সংবাদকর্মীদের কাছে বাংলাদেশের অপার বিনিয়োগ সম্ভাবনার কাজে লাগাতে বাংলাদেশ এই এক্সপোতে অংশ নেয়া, এবং আগামীতে আরও বেশী কোম্পানির অংশগ্রহণ নিশ্চিত করারা কথা জানান জেদ্দাস্থ বাংলাদেশ কনস্যুলেটের কনসাল জেনারেল মিয়া মোহাম্মদ মঈনুল কবির।
এক্সপোতে বাংলাদেশকে স্বাগতম জানিয়ে আগামীতে আরও বেশি কোম্পানির অংশগ্রহণ বাংলাদেশের বানিজ্যের প্রসার ঘটাতে সব ধরনের সহায়তা করবে বলে আশ্বাস দেন আইকন ইন্টারন্যাশনাল কনফারেন্স এর সিইও ওয়ালিদ ওয়াকেদ।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button