দ্য হেগ, ১৩ ফেব্রুয়ারি, ২০২৪ (বাসস ডেস্ক): আন্তর্জাতিক অপরাধ আদালতের প্রধান প্রসিকিউটর সোমবার গাজার রাফাহতে ইসরায়েলের সম্ভাব্য স্থল আক্রমণ সম্পর্কে গভীর উদ্বেগ প্রকাশ করেছেন।
তিনি সতর্ক করে বলেছেন, যে কেউ আন্তর্জাতিক আইন লঙ্ঘন করলে তাকে জবাবদিহি করা হবে।
এক্স এ প্রকাশিত একটি বিবৃতিতে করিম খান বলেছেন, ‘আমি রাফাতে ইসরায়েলি বাহিনীর বোমাবর্ষণ এবং সম্ভাব্য স্থল অভিযানের ব্যাপারে গভীরভাবে উদ্বিগ্ন।’