বিনোদনশিক্ষা

যশোরে ১লা মার্চ থেকে শুরু হচ্ছে বিসিক উদ্যোক্তা মেলা এবং একুশে গ্রন্থমেলা-২০২৪

যশোরে আগামীকাল শুক্রবার ১লা মার্চ থেকে শুরু হচ্ছে বিসিক উদ্যোক্তা মেলা এবং একুশে গ্রন্থমেলা-২০২৪। এ মেলায় ৬৯ টি স্টল থাকবে। সকাল দশটা থেকে প্রতিদিন মেলা শুরু হবে রাত আটটা পর্যন্ত তা অব্যাহত থাকবে। যশোর জেলা প্রশাসনের সার্বিক সহযোগিতায় মেলাটির আয়োজন করা হয়েছে। শুক্রবার বিকাল ৪টায় মেলা উদ্বোধন করবেন, জেলা প্রশাসক মো: আবরাউল হাসান মজুমদার।

বৃহস্পতিবার এক সংবাদ সম্মেলনে বিসিক উদ্যোক্তা মেলা এবং একুশে গ্রন্থমেলা-২০২৪ এর আয়োজক কমিটির নেতৃবৃন্দ সংবাদ সম্মেলনে এই মেলার যাবতীয় তথ্য প্রদান করেন।

বাংলাদেশ ক্ষুদ্র ও কুটির শিল্প কর্পোেরেশন (বিসিক) এই মেলার উদ্যোক্তা। স্থানীয় মেলা কমিটির উপ মহাব্যবস্থাপক (ভা:) ও সদস্য সচিব ফরিদা ইয়াসমিন বৃহস্পতিবার এই তথ্য দেন। এসময় মেলা কমিটির অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। জেলা প্রশাসক মিলনায়তন মিত্রাক্ষরে এই সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button