চট্টগ্রামবিনোদনসংগঠন সংবাদ
বিনয়বাঁশী শিল্পীগোষ্ঠীর ঢাক ঢোল ও সানাইয়ের সুরে আন্তর্জাতিক সংগীত উৎসব ২০২৪ অনুষ্ঠিত
মঙ্গলবার (৫ই মার্চ ২০২৪) ড্রিম্প অফ আর্টিস্ট সোসাইটির উদ্যোগে দুদিন ব্যাপী চট্টগ্রাম থিয়েটার ইনস্টিটিউটে আন্তর্জাতিক সংগীত উৎসব ২০২৪ এর প্রথম দিনের অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
শুরুতে জাতীয় সংগীত দিয়ে অনুষ্ঠানের সূচনা করেন ড্রিম্প অফ আর্টিস্ট সোসাইটির শিল্পীবৃন্দ।
এরপর বিনয়বাঁশী শিল্পীগোষ্ঠীর সানাইয়ের সুরে এক সাগর রক্তের বিনিময়ে গানটির মধ্য দিয়ে মঞ্চে ঢোলবাদন পরিবেশন করেন শিল্পীগোষ্ঠীর শিল্পীবৃন্দ
বিনয়বাঁশী শিল্পীগোষ্ঠীর সাধারণ সম্পাদক শিল্পী শ্রী বিপ্লব জলদাস এর পরিচালনায় এবং শিল্পীগোষ্ঠীর প্রধান আন্তর্জাতিক ঢোলবাদক লোকশিল্পী বাবুল জলদাস এর নেতৃত্বে ঢাক ঢোল ও সানাই বাদনে অংশগ্রহণ করেন – বিমল জলদাস, দিলীপ জলদাস, বিধান দাস, দোলন জলদাস, সুজন জলদাস, আকাশ দাস, বিশ্বজিৎ দাস শান্তু প্রমুখ।
উক্ত অনুষ্ঠানে বিভিন্ন দেশের শিল্পীবৃন্দ তাদের মনোমুগ্ধকর সংগীত নৃত্য ও সুরেলা যন্ত্র বাদন পরিবেশন করেন।
ছবির ক্যাপশন : মঞ্চে বিনয়বাঁশী শিল্পীগোষ্ঠীর শিল্পীদের পরিবেশনা