শান্তিগঞ্জে গোলাপ শাহর মাজারে ওরস মাহফিল সম্পন্ন
সুনামগঞ্জ প্রতিনিধি :
সুনামগঞ্জের শান্তিগঞ্জ উপজেলায় আলোচনা ও বাউল গানের মধ্যে দিয়ে মরমী সাধক গোলাপ শাহ ফকিরের স্মরণে বার্ষিক ওরস মাহফিল সম্পন্ন হয়েছে। রবিবার (৩রা মার্চ) দিবাগত রাতে শান্তিগঞ্জ উপজেলার শিমুলবাক ইউনিয়নের ঢালাগাঁও গ্রামস্থিত গোলাপ শাহ ফকিরের মোকাম প্রাঙ্গণে এই ওরস মাহফিল সম্পন্ন হয়। ওরস মাহফিল উপলক্ষ্যে মাজার কমিটির সভাপতি নুর আহমদের সভাপতিত্বে ও শরীফ আহমেদ আকাশ এর পরিচালনায় অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তব্য রাখেন বাউল কামাল পাশা সংস্কৃতি সংসদের প্রতিষ্ঠাতা আহবায়ক সাংবাদিক আল-হেলাল। পরে রাতব্যাপী সাংস্কৃতিক অনুষ্ঠানে বাউল গান পরিবেশন করেন নেত্রকোনা জেলার মোহনগঞ্জ উপজেলার বাউল আল আমিন পাটান,সাংবাদিক বাউল আল হেলাল, পারভীন সরকার ও বাউল জালাল উদ্দিনসহ স্থানীয় শিল্পীবৃন্দ। যন্ত্রশিল্পীদের মধ্যে ঢোলে নবী হোসেন,পেডে মিলন চন্দ্র দেশী,বাঁশীতে রহমত আলী,মন্দিরায় শরাফত আলী ও কিবোর্ডে রিয়াজুল ইসলাম সহযোগীতা করেন। রাতব্যাপী অনুষ্ঠানে সুনামগঞ্জ জেলার ৫ প্রধান লোককবির মমধ্যমণি গানের স¤্রাট বাউল কামাল পাশা (কামাল উদ্দিন) ও নেত্রকোনা জেলার প্রখ্যাত বাউল সাধক জালাল উদ্দিন খার গান পরিবেশন করা হয়। অতিথি বাউল সাংবাদিক আল-হেলাল,বাউল কামাল পাশা রচিত “ইল্লাল্লাহু বলো জবানে” “গুরু কি আশ্চর্য বানী সাগরেতে আগুন জ্বলে পাহাড়েতে পানি” ও “মাঘেতে মাধবী দুলে মথুরায় করে গমন,কৃষ্ণ বিনে অসার হইলো সাধের বৃন্দাবন” গান দুটি পরিবেশন করে সমবেত দর্শক শ্রেুাতার কাছে পুরস্কৃত ও প্রশংসিত হন।