অস্ট্রেলিয়ার বিপক্ষে ওয়ানডে সিরিজে বাংলাদেশ নারী দল
ঢাকা, ১৬ মার্চ ২০২৪ (বাসস) : ঘরের মাঠে অস্ট্রেলিয়ার বিপক্ষে আসন্ন তিন ম্যাচ ওয়ানডে সিরিজের জন্য নারী দল ঘোষনা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। ওয়ানডে সিরিজটি ২০২২-২৫ আইসিসি নারী চ্যাম্পিয়নশিপের অংশ।
প্রথমবারের মত দ্বিপাক্ষিক সিরিজ খেলতে আগামীকাল বাংলাদেশে আসবে অস্ট্রেলিয়া নারী ক্রিকেট দল। তিন ম্যাচের ওয়ানডে এবং টি-টোয়েন্টি সিরিজ খেলবে দু’দল। সফরের সবগুলো ম্যাচই অনুষ্ঠিত হবে মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে।
তিনটি ওয়ানডে যথাক্রমে- ২১, ২৪ এবং ২৭ মার্চ অনুষ্ঠিত হবে। ৩১ মার্চ, ২ এবং ৪ এপ্রিল টি-টোয়েন্টিগুলো অনুষ্ঠিত হবে। ৫ এপ্রিল বাংলাদেশ ছাড়বে অস্ট্রেলিয়া।
বাংলাদেশ দল : নিগার সুলতানা জ্যোতি (অধিনায়ক), নাহিদা আক্তার (সহ-অধিনায়ক), ফারজানা হক পিংকি, মুর্শিদা খাতুন, সোবহানা মোস্তারি, ঝর্ণা আক্তার, রিতু মনি, রাবেয়া, সুলতানা খাতুন, ফাহিমা খাতুন, মারুফা আক্তার, দিশা বিশ্বাস, সুমাইয়া আক্তার, নিশিতা আক্তার নিশি, ফারজানা হক লিসা।
স্ট্যান্ড বাই: ফারিহা ইসলাম তৃষ্ণা, শরীফা খাতুন, লতা মন্ডল