চট্টগ্রামসংগঠন সংবাদ
বিনয়বাঁশী শিল্পীগোষ্ঠীর পক্ষ থেকে কবিয়াল রমেশ শীলের ৫৭তম প্রয়াণ দিবসে শ্রদ্ধা নিবেদন
বোয়ালখালীতে একুশে পদকে ভূষিত উপমহাদেশের প্রখ্যাত লোককবি ও মাইজভান্ডারী গানের অন্যতম গীতিকার কবিয়াল রমেশ শীলের ৫৭ তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে বোয়ালখালীর পূর্ব গোমদণ্ডী নিজ গ্রামে তাঁর সমাধীতে বিনয়বাঁশী শিল্পীগোষ্ঠীর পক্ষ থেকে শ্রদ্ধা নিবেদন করা হয়।
এ উপলক্ষে ৬ এপ্রিল শনিবার রাত ৯টায় লোক সাংস্কৃতিক প্রতিষ্ঠান” বিনয়বাঁশী শিল্পীগোষ্ঠী’র পক্ষ থেকে তাঁর সমাধিপিঠে এক মিনিট নীরবতা পালন ও শ্রদ্ধা নিবেদন করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন বিনয়বাঁশী শিল্পীগোষ্ঠীর প্রধান উপদেষ্টা আন্তর্জাতিক ঢোলবাদক শিল্পী বাবুল জলদাস, সংগঠনের প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক শিল্পী ও সংগঠক কবি শ্রী বিপ্লব জলদাস, শিল্পীগোষ্ঠীর কোষাধ্যক্ষ কালিপদ দাস, পাঠাগার সম্পাদক শিক্ষক প্রদুল কান্তি দে, নেপাল শীল, কল্পতরক শীল, লিটন শীল, অনামিকা শীল, ঋতু শীল, যুথিকা দে, পূজা শীল সৃষ্টি শীল, রুমা শীল, কলি শীল, উর্মী শীল প্রমুখ। বিজ্ঞপ্তি