ব্রাহ্মণবাড়িয়ায় ৮ ঘণ্টা পর ট্রেন চলাচল স্বাভাবিক
ব্রাহ্মণবাড়িয়া, ৯ এপ্রিল, ২০২৪ (বাসস): জেলায় কনটেইনার ট্রেনের বগি লাইনচ্যুতের ঘটনার আট ঘণ্টা পর ঢাকামুখী আপ লাইনে ট্রেন চলাচল স্বাভাবিক হয়েছে। মঙ্গলবার সকাল ৯টা ১০ মিনিটের দিকে ট্রেন চলাচল স্বাভাবিক হয়। ফলে এখন আপ-ডাউন দুই পথে রেল চলাচল করছে।
ব্রাহ্মণবাড়িয়া রেলওয়ে স্টেশন মাস্টার মো. জসিম উদ্দিন জানান, আখাউড়া রেলওয়ে জংশন থেকে রিলিফ ট্রেনের উদ্ধারকারী ট্রেন ভোর রাত ৪টার দিকে ঘটনাস্থলে পৌঁছে কনটেইনার ট্রেনের ক্ষতিগ্রস্ত একটি বগির দুটি চাকা মেরামত করে সকাল ৬টা ৫০ মিনিটে পাশ্ববর্তী আশুগঞ্জে তালশহর রেল স্টেশনে চালিয়ে নিয়ে যাওয়া। পরে এক কিলোমিটার ক্ষতিগ্রস্ত’ রেললাইনের বিভিন্ন অংশ মেরামত করা হয়। আট ঘণ্টা পর ঢাকামুখী আপ লাইনে ট্রেন চলাচল স্বাভাবিক হয়েছে।
প্রঙ্গগত, সোমবার রাত ১২টা ২০ মিনিটের দিকে চট্রগ্রাম থেকে ছেড়ে আসা একটি কনটেইনার ট্রেন ব্রাহ্মণবাড়িয়া শহরের গোর্কণ রেলক্রসি এলাকা অতিক্রম করার সময় একটি বগির দুটি চাকা লাইনচ্যুত হয়।