খেলাসংগঠন সংবাদ
বিতর্ক মাথায়, তবুও নানা প্রতিশ্রুতিতে কর্ণফুলী ক্রীড়া সংস্থার সভা অনুষ্ঠিত
চট্টগ্রাম প্রতিনিধি
কর্ণফুলী উপজেলা ক্রীড়া সংস্থা নিয়ে একই উপজেলার একাধিক ক্রীড়া সংগঠন গুলোর অভিযোগ-অনুযোগ পিছনে ফেলে কমিটি গঠনের পর প্রথম কার্যনির্বাহী কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে।
২৩ এপ্রিল (মঙ্গলবার) দুপুর ২টা ৩০ মিনিটের সময় কর্ণফুলী উপজেলা পরিষদ মিলনায়তনের হল রুমে এ সভা অনুষ্ঠিত হয়।
সভায় উপজেলা ক্রীড়া সংস্থা সভাপতি উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মাসুমা জান্নাত এর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মুহাম্মদ সেলিম হক’র সঞ্চালনায় সভায় সর্বসম্মতক্রমে বার্ষিক ক্রীড়া পুঞ্জিকা অনুমোদন করা হয়।
এতে উপস্থিত ছিলেন সহ-সভাপতি দিদারুল ইসলাম চৌধুরী, সোলায়মান তালুকদার, কর্ণফুলী থানার প্রতিনিধি এসআই নুরুল আলম, যুগ্ন সম্পাদক ওয়াসিম আহমেদ মারুফ, শাহারিয়ার মাসুদ,
ট্রেজার আলমগীর বাদশা, নির্বাহী সদস্য
উপজেলা শিক্ষা কর্মকর্তা দ্বিজেনধর,
উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা এনামুল হক সরকার,
শেখ মুহাম্মদ, সাজ্জাদ খান সুমন, আলমগীর কবির, এম এ রহিম, সাঈদ খান আরজু, ওয়াজ উদ্দিন আজাদ, মো. ফরহাদ জিতু, সংরক্ষিত নারী সদস্য মোমেনা আকতার নয়ন, শারমিন আকতার মনি ও ক্রীড়া সংস্থা কর্মকর্তা মো. ফরহাদ হোসেন প্রমুখ।
সভায় বিভিন্ন খেলাধুলা প্রসারের জন্য সাব কমিটি, এ্যাফিলিয়েট আবেদনকৃত বিভিন্ন সংস্থার সদস্য পদ প্রদান ও স্কুল ফুটবল টুর্নামেন্ট করার সিদ্ধান্ত গৃহীত হয়।
ক্রীড়া সংস্থার উন্নয়নের জন্য কমিটির সদস্যগণ প্রায় ৩ লাখ টাকার অনুদানের প্রতিশ্রুতি প্রদান করেন।
অপরদিকে, গত ৪ এপ্রিল কর্ণফুলী উপজেলা ক্রীড়া সংস্থার কমিটি বাতিল ও সুস্পষ্ট ব্যাখ্যা চেয়ে ১৫ দিনের আইনি নোটিশ প্রদান করেছেন কর্ণফুলীর একাধিক ক্রীড়া সংগঠনে পক্ষে আইনজীবি মোহাম্মদ মাহবুব আলম।