শরীয়তপুরে জাতীয় পুষ্টি সপ্তাহের উদ্বোধন
শরীয়তপুর, ৯ মে, ২০২৪ (বাসস) : জেলায় আজ জাতীয় পুষ্টি সপ্তাহ ২০২৪ এর উদ্বোধন করা হয়েছে।
সকাল সাড়ে ১০টায় শরীয়তপুর সিভিল সার্জন কার্যালয়ের সম্মেলন কক্ষে পুষ্টি সপ্তাহের উদ্বোধন ঘোষণা করেন সিভিল সার্জন ডাক্তার আবুল হাদি মোহাম্মদ শাহ পরান। এসময় উপস্থিত ছিলেন উপপরিচালক পরিবার পরিকল্পনা মোঃ মাসুদ মামুন, ইসলামী ফাউন্ডেশন শরীয়তপুরের উপপরিচালক মোঃ আবু তালহা, সিভিল সার্জনের কার্যালয়ের মেডিকেল অফিসার, ডা জাহিদুল ইসলাম, সিভিল সার্জন কার্যালয়ের সিনিয়র স্বাস্থ্য শিক্ষা কর্মকর্তা মোঃ মাহবুবর রহমান।
৯ মে থেকে ১৫ মে পর্যন্ত পুষ্টি সপ্তাহের কার্যক্রম চলমান থাকবে। এসময় মা ও শিশু খাদ্য পুষ্টি, প্রবীণ পুষ্টি, কৈশোরকালীন পুষ্টি বিষয়ে শিক্ষা প্রতিষ্ঠান ও সামাজিক প্রতিষ্ঠানে প্রয়োজনীয় পুষ্টি গ্রহণ বিষয়ে উদ্বুদ্ধকরণ সেশন পরিচালিত হবে। এর মধ্য থেকে দুইটি গ্রুপের শ্রেষ্ঠ ৬ জনকে পুরস্কৃত করা হবে।
সভাপতির বক্তব্যে সিভিল সার্জন উপস্থিত সকলকে স্বাস্থ্য সুরক্ষায় পুষ্টি ঘাটতি পূরণে আন্তরিক ভাবে দায়িত্ব পালনের আহ্বান জানান।