চট্টগ্রাম
চট্টগ্রাম রেলওয়ের নতুন পুলিশ সুপার শাকিলা সোলতানা

নিজস্ব প্রতিবেদক
চট্টগ্রাম রেলওয়ে জেলার নতুন পুলিশ সুপার (এসপি) হিসেবে দায়িত্ব পেয়েছেন শাকিলা সোলতানা। ৪ মে রেলওয়ে পুলিশ হেডকোয়ার্টার্সের অতিরিক্ত মহাপরিদর্শক সরতার তমিজ উদ্দিন আহমেদ বিপিএম স্বাক্ষরিত এক আদেশে এ তথ্য জানানো হয়।
জনস্বার্থে আদেশটি অবিলম্বে কার্যকর হবে বলে জানানো হয়েছে। পদায়নের বিষয়টি নিজেও নিশ্চিত করেছেন এসপি শাকিলা সোলতানা।
এর আগে, গত ২১ এপ্রিল স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের উপসচিব মাহবুবুর রহমান স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে শাকিলা সোলতানাকে রেলওয়ে পুলিশে বদলি করা হয়।
একই প্রজ্ঞাপনে রেলওয়ে পুলিশের মো. হাবিবুর রহমানকে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ (সিএমপি) ও খুলনা মেট্রোপলিটন পুলিশের (কেএমপি) শেখ মনিরুজ্জামান মিঠুকে পিবিআইয়ের পুলিশ সুপার হিসেবে বদলি করা হয়।
শাকিলা সোলতানা ২০২২ সালের ১১ আগস্ট তিনি বন্দর জোনে যোগ দেন। তার আগেও সিএমপির ট্রাফিক বিভাগ ও পাবলিক অর্ডার ম্যানেজমেন্ট বিভাগে দায়িত্ব পালন করেন উপ-পুলিশ কমিশনার হিসেবে। এক যুগ পর তিনি ক্রাইম বিভাগে কাজ করার সুযোগ পান।
পরবর্তীতে তিনি বন্দর জোনের ইপিজেড, কর্ণফুলী, পতেঙ্গা ও বন্দর থানার আইনশৃঙ্খলা ও প্রশাসনিক কার্যক্রমে দক্ষতার পরিচয় দেন। একজন নারী কর্মকর্তা হিসেবে চারটি থানার পুলিশি কার্যক্রমে দক্ষতা, দায়িত্ববোধ ও জনবান্ধব আচরণে সাধারণ মানুষের আস্থা অর্জন করেন।
পরে দেশের কঠিন সময়ে সিএমপি দক্ষিণ জোনের দায়িত্ব পেয়ে সদরঘাট, কোতোয়ালি, বাকলিয়া ও চকবাজার থানার অপরাধ নিয়ন্ত্রণেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন তিনি। ক্লুলেস হত্যাকাণ্ডসহ নানা গুরুত্বপূর্ণ মামলায় দ্রুত আসামি শনাক্ত ও গ্রেপ্তারে সাফল্য পান। এতে পুলিশের প্রতি জনগণের আস্থা বাড়ে এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি স্থিতিশীল রাখতে তিনি উল্লেখযোগ্য ভূমিকা রাখেন।
রেলওয়ের এসপি হিসেবে নিয়োগ পাওয়ার পর শাকিলা সোলতানা বলেন, ‘অন্য যেকোনো পেশার তুলনায় পুলিশে নারীদের জন্য চ্যালেঞ্জ বেশি। তবে বর্তমানে নারীরা এ পেশায় এগিয়ে আসছেন, যা অত্যন্ত ইতিবাচক। আমি দীর্ঘদিন সিএমপিতে কাজ করেছি, ফলে রেলওয়ের পরিবেশ আমার কাছে পরিচিত। এতে কাজ করতে আরও সুবিধা হবে বলে মনে করি।’
প্রসঙ্গত, এসপি শাকিলা সোলতানার ডাকনাম ‘মিতু’। তিনি চট্টগ্রামের লোহাগাড়া উপজেলার চুনতি এলাকার বাসিন্দা। চুনতি মহিলা কলেজের উপাধ্যক্ষ অধ্যাপক আলহাজ্ব আমিন খান জুনু মিয়ার কন্যা এই বিসিএস ক্যাডার কর্মকর্তা দীর্ঘদিন ধরে সিএমপির বিভিন্ন গুরুত্বপূর্ণ বিভাগে সুনামের সঙ্গে দায়িত্ব পালন করেছেন।