খেলা

বোলারদের নৈপুণ্যে নেপালকে হারিয়ে বিশ্বকাপ শুরু নেদারল্যান্ডসের

 

ডালাস, ৫ জুন ২০২৪ (বাসস) : বোলারদের নৈপুন্যে সহজ জয় দিয়ে টি-টোয়েন্টি বিশ্বকাপ শুরু করেছে নেদারল্যান্ডস। গতরাতে ‘ডি’ গ্রুপে নিজেদের প্রথম ম্যাচে নেদারল্যান্ডস ৬ উইকেটে হারিয়েছে নেপালকে। ম্যাচে নেপালের ১০ উইকেট শিকার করে নেদারল্যান্ডসের জয়ে বড় অবদান রাখেন দলের চার বোলার।
যুক্তরাষ্ট্রের ডালাসে টস হেরে প্রথমে ব্যাট করতে নেমে ১১ ওভারে ৫৩ রানে ৫ উইকেট হারায় নেপাল। এরপর বাকী ৫ উইকেটেও ৫৩ রানের বেশি যোগ করতে পারেনি তারা। এতে ১৯ দশমিক ২ ওভারে ১০৬ রানে অলআউট হয় দ্বিতীয় বিশ^কাপে খেলতে নামা নেপাল। বিশ্বকাপে এটিই নেপালের সর্বনিম্ন সংগ্রহ। দলের পক্ষে চার ব্যাটার দুই অংকের কোটা পার করতে পারেন। অধিনায়ক রোহিত পাউডেল ৩৫, কারান কেসি ১৭, গুলশান ঝা ১৪ ও অনিল শাহ ১১ রান করেন।
নিয়ন্ত্রিত বোলিংয়ে নেপালকে বড় ইনিংস গড়তে দেয়নি নেদারল্যান্ডসের চার বোলার। লোগান ফন বিক-টিম প্রিঙ্গল ৩টি করে এবং পল ফন মেকেরেন-বাস ডি লিডে ২টি করে উইকেট নেন।
১০৭ রানের জবাবে ওপেনার ম্যাক্স ও’ডাউডের হাফ-সেঞ্চুরিতে ৮ বল বাকী রেখে জয় নিয়ে মাঠ ছাড়ে নেদারল্যান্ডস। ক্যাচ দিয়ে একবার জীবন পেয়ে ৪টি চার ও ১টি ছক্কায় ৪৮ বলে অপরাজিত ৫৪ রান করেন ও’ডাউড। বিশ্বকাপে নেদারল্যান্ডসের হয়ে সর্বোচ্চ ৫ হাফ-সেঞ্চুরির রেকর্ড দখলে রেখেছেন ও’ডাউড। এছাড়া বিক্রমজিত সিং ২২ ও সাইব্রান্ড এঙ্গেলব্রেশট ১৪ রান করেন। ২০ রানে ৩ উইকেট নিয়ে ম্যাচ সেরা হন প্রিঙ্গল।
এ ম্যাচে টি-টোয়েন্টি বিশ্বকাপের ইতিহাসে সর্বকনিষ্ঠ অধিনায়ক হিসেবে রেকর্ড গড়েন নেপালের রোহিত। এতে মুছে গেল জিম্বাবুয়ের সাবেক অধিনায়ক প্রসপার উৎসেয়ার ১৭ বছরের রেকর্ড। ২০০৭ সালে টি-টোয়েন্টি বিশ্বকাপের প্রথম আসরে অস্ট্রেলিয়ার বিপক্ষে কেপ টাউনে ২২ বছর ১৭০ দিন বয়সে জিম্বাবুয়েকে নেতৃত্ব দিয়েছিলেন উৎসেয়া। নেদারল্যান্ডসের বিপক্ষে ২১ বছর ২৭৬ দিন বয়সে নেতৃত্ব দিয়ে রেকর্ড দখলে নিলেন নেপালের রোহিত।
সংক্ষিপ্ত স্কোর :
নেপাল : ১০৬/১০, ১৯.২ ওভার (রোহিত ৩৫, কারান কেসি ১৭, বিকে ৩/১৮)।
নেদারল্যান্ডস : ১০৯/৪, ১৮.৪ ওভার (ও’ডাউড ৫৪*, বিক্রমজিত ২২, দিপেন্দ্র ১/৬)।
ফল : নেদারল্যান্ডস ৬ উইকেটে জয়ী।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button