শীর্ষ নিউজসংগঠন সংবাদ
পিন্টু সরদার জাতীয় পার্টির যশোর জেলা কমিটি থেকে পদত্যাগ করলেন
বিশেষ প্রতিনিধি
বিশিষ্ট রাজনৈতিক নেতা কামরুজমান পিন্টু সরদার জাতীয় পার্টির যশোর জেলা শাখা থেকে পদত্যাগ করেছেন।
শনিবার এক বিবৃতিতে তিনি এই পদত্যাগের কথা জানান। তিনি জতীয় পার্টির শুরুর আমল থেকে রাজনীতি করছেন।
কামরুজমান পিন্টু সরদার যশোর শহরের ৫ নং ওয়ার্ড ভুক্ত রেলগেট চোরমারা দীঘির পাড় এলাকার সরদার বাড়ির ছেলে। তার পিতা মৃত নওসের আলী সরদার। তিনি প্রয়াত জাতীয় পার্টির নেতা পল্টু সর্দারের ভাই।
পারিবারিক ও ব্যাবসায়ীক কারণ দেখিয়ে তিনি পদত্যাগ করলেও জানা গেছে তিনি আওয়ামীলীগে যোগ দিছেন। এরই অংশ হিসাবে তিনি চলতি বছরের শেষ হওয়া উপজেলা নির্বাচনে তিনি ফন্টু চাকলাদারের মোটরসাইকেল প্রতীকের পক্ষে কাজ করেছেন।