বিশ্বশীর্ষ নিউজ

যথাযোগ্য মর্যাদায় মধ্যপ্রাচ্যের দেশ সৌদি আরবে ঈদুল আযহা অনুষ্ঠিত হয়েছে

মোহাম্মদ ফিরোজ, সৌদিআরব :
ত্যাগের মহিমা ও পশু কোরবানির মাধ্যমে আল্লাহর নৈকট্য লাভের নিমিত্তে সৌদি আরবে যথাযোগ্য মর্যাদা এবং ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে পালিত হচ্ছে মুসলমানদের সবচেয়ে বড় ধর্মীয় উত্সব পবিত্র ঈদুল আজহা। ফজরের নামাজ আদায়ের পরপরই দল বেঁধে ঈদের জামায়াতে অংশ নিতে ঈদগাহ ময়দানের উদ্দেশে রওনা হন ধর্মপ্রাণ মুসলমানরা।
মধ্যপ্রাচ্যের দেশ সৌদি আরবে ঈদুল আযহা অনুষ্ঠিত হয়েছে। স্থানীয় সময় ৫: ৫৩ মিনিটে মসজিদ আল হারাম ও মসজিদে নববীতে ঈদের আযহার নামাজ অনুষ্ঠিত হয়, এইছাড়াও রিয়াদ, জেদ্দা, দাম্মাম ও বিভিন্ন শহরে ঈদের জামাতে অংশগ্রহণ করেন প্রবাসীরা। পরে ঈদের জামাত শেষ করে নিজ নিজ স্থানে গরু, উট, ছাগল, ভেড়া ও দুম্বা কোরবানি দেওয়া হয়।
১০ জিলহজ ১৬ জুন রবিবার মক্কার ঈদের নামাজ অনুষ্ঠিত হয়। মক্কায় বাইতুল্লার অঙ্গনে অনুষ্ঠিত ঈদুল আযহার খুতবা  পেশ করেন মসজিদে হারামের সম্মানিত ইমাম প্রফেসর ডক্টর শাইখ আব্দুর রহমান আস  সুদাইস। সৌদি আরবের নাগরিকদের পাশাপাশি বিশ্বের বিভিন্ন দেশের অভিবাসীরা একই সাথে ঈদের জামাতে নামাজ আদায় করেন। নামাজ শেষে একে অন্যের সাথে ঈদের শুভেচ্ছা বিনিময় করেন, হোটেল রেস্তোরায় বন্ধুদের সাথে আড্ডায় মেতে উঠেন সবাই।
ঈদের নামাজের আরবি খুতবার বাংলায় অনুবাদ সহ উপস্থাপন করেন বাংলাদেশী মক্কা উম্মুল কোরা বিশ্ববিদ্যালয়ের  গবেষক মুবিনুর রহমান ফারুক । বিশ্বের বিভিন্ন দেশ থেকে হজ করতে আসা ধর্মপ্রাণ মুসলমানরা মক্কায় ঈদের জামাতে অংশগ্রহণ করেন । হজে অংশগ্রহণকারী প্রায় বিশ লাখের বেশি হাজি ঈদুল আজহার নামাজ আদায় করেছেন মোজদালিফায়।
হজে অংশ নেওয়া মুসল্লিরা ফজরের নামাজের পর মিনায় ফিরে গিয়ে সেখানে শয়তানকে পাথর নিক্ষেপ ও কোরবানি দেবেন। মাথার চুল ছেঁটে গোসল করে স্বাভাবিক পোশাক পরে মিনা থেকে মক্কায় গিয়ে পবিত্র কাবা শরিফ তাওয়াফ করবেন। কাবার সামনের দুই পাহাড় সাফা ও মারওয়ায় ‘সাঈ’ শেষে আবার মিনায় যাবেন।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button