লোহিত সাগরে ড্রোন হামলায় বাণিজ্যিক জাহাজ ক্ষতিগ্রস্ত : যুক্তরাজ্যের সংস্থা
দুবাই, ২৩ জুন, ২০২৪ (বাসস ডেস্ক): ইয়েমেনের কাছে রবিবার ভোরে লোহিত সাগরে ড্রোন হামলায় একটি বাণিজ্যিক জাহাজ ক্ষতিগ্রস্ত হয়েছে। ব্রিটিশ মেরিটাইম সিকিউরিটি এজেন্সি একথা জানিয়েছে।
লোহিত সাগর ও এর আশেপাশের জাহাজগুলো কয়েক মাস ধরে ইয়েমেনের ইরান-সমর্থিত হুতি বিদ্রোহীদের দ্বারা বারবার আক্রমণের শিকার হয়েছে। হুতিরা গাজা উপত্যকায় ইসরায়েল-হামাস যুদ্ধের সময় ফিলিস্তিনিদের সমর্থনে কাজ করছে বলে জানিয়ে আসছে।
যুক্তরাজ্যের মেরিটাইম ট্রেড অপারেশনস জানিয়েছে, হামলাটি ইয়েমেনের বন্দর শহর হোদেইদা থেকে প্রায় ৬৫ নটিক্যাল মাইল (১২০ কিলোমিটার) পশ্চিমে ঘটেছে। মেরিটাইম ট্রেড অপারেশনস ব্রিটিশ নৌবাহিনী দ্বারা পরিচালিত হয়।
জাহাজটিকে এরিয়াল সিস্টেম দ্বারা আঘাত করা হয়েছে, যার ফলে জাহাজটি ক্ষতিগ্রস্ত হয়েছে। সকল ক্রু সদস্য নিরাপদ বলে জানা গেছে।
কর্তৃপক্ষ ঘটনাটির তদন্ত করছে।
শনিবার ইউএস সেন্ট্রাল কমান্ড বলেছে, তারা গত ২৪ ঘন্টায় হুতিদের তিনটি নটিক্যাল ড্রোন ধ্বংস করেছে। তারা হুথিদের বিরুদ্ধে তাদের শিপিং আক্রমণের বিরুদ্ধে প্রতিশোধমূলক হামলা চালিয়েছে।
এটি আরও বলেছে, হুতিরা এডেন উপসাগরে তিনটি জাহাজ-বিরোধী ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে। তবে কোনও আঘাত বা উল্লেখযোগ্য ক্ষতির খবর পাওয়া যায়নি।