বিশেষ খবরবিশ্ব

চীনে দুর্যোগপূর্ণ পরিস্থিতিতে সরিয়ে নেওয়া হয়েছে ২ লক্ষ ৪০ হাজার মানুষকে

বেইজিং, ৩ জুলাই, ২০২৪ (বাসস ডেস্ক) : চীনের পূর্বাঞ্চল থেকে প্রায় আড়াই লাখ মানুষকে নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়েছে। দেশটির বিস্তৃত এলাকাজুড়ে ঝড় বৃষ্টি শুরু হওয়ায় এবং ইয়াংজি এবং অন্যান্য নদীর পানি বিপদ সীমার উপর দিয়ে প্রবাহিত হওয়ায় এসব লোককে সরিয়ে নেওয়া হয়। বুধবার রাষ্ট্রীয় গণমাধ্যম এ কথা জানিয়েছে। খবর এএফপি’র।
সিনহুয়া জানায়, ঝড়বৃষ্টির কারণে আনহুই প্রদেশের ৯ লক্ষ ৯১ হাজার বাসিন্দা ক্ষতিগ্রস্ত হয়েছে এবং মঙ্গলবার বিকেল নাগাদ এ অঞ্চল থেকে ২ লক্ষ ৪২ হাজার লোককে সরিয়ে নেওয়া হয়েছে।
চীনে সাম্প্রতিক মাসগুলোতে প্রবল বর্ষণ থেকে শুরু করে ব্যাপক তাপমাত্রার চরম আবহাওয়া বিরাজ করতে দেখা যাচ্ছে।
বিজ্ঞানীরা বলছেন, জলবায়ু পরিবর্তনের প্রভাবে সারাবিশ্বে চরম আবহাওয়াজনিত ঘটনা আরো বৃদ্ধি পাচ্ছে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button