শীর্ষ নিউজ

বগুড়ায় যমুনার পানি বেড়ে সারিয়াকান্দির চরাঞ্চল প্লাবিত

বগুড়া, ৩ জুলাই, ২০২৪ (বাসস): জেলার যমুনার নদীর পানি বেড়ে সারিয়াকান্দির চরাঞ্চলের নি¤œাঞ্চল প্লাবিত হয়েছে। গত ২৪ ঘন্টায় সারিয়াকান্দি পয়েন্টে যমুনার পানি ৫৩ সেন্টিমিটার বৃদ্ধি পেয়েছে ।
বগুড়া পনি উন্নয়ন বোর্ডের কর্মকর্তারা জানান ,মঙ্গলবার  ঘন্টায় ২ সেন্টিমিটার করে বৃদ্ধি পেয়েছে। ইতমধ্যে সারিয়াকান্দিতে যমুনার পানিতে উপজেলার চরাঞ্চলের  নিচু জায়গা প্লাবিত হয়েছে । তবে সারিয়াকান্দিতে যমুনা পয়েন্টের ঝুঁকিপূর্ণ বন্যা নিয়ন্ত্রণ বাঁধের  এলাকাতে  সতর্কার জন্য লোক দেয়া হয়েছে।  বন্যা মোকাবিলার সকল রকম প্রস্তুতি আছে এনমটাই জানান. পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী মো: নাজমুল হক।
পানি উন্নয়ন বোর্ডের উপ-বিভাগীয় প্রকৌশলী হুমায়ুন কবির জানান, মঙ্গলবার  দেখা গেছে পানি ঘন্টায় ২ সেন্টিমিটারের বেশি বৃদ্ধি পাচ্ছে।  তাদের ধারণা  এভাবে পানি বৃদ্ধি পেলে বগুড়ার কাছে যমুনার পানি বৃহস্পতিবার বিপদ সীমা স্পর্শ করবে।  যমুনা পয়েন্টে  আজ বুধবার নদীর পানি ১৫ দশমিক ৬৯ সেন্টিমিটার উপর দিয়ে প্রাবাহিত হচ্ছে।  তিনি আরো জানান, সারিয়াকান্দির  কর্নিবাড়ি , কামালপুর, হাটশেরপুর, ফুলবাড়ি,চালুয়াবাড়ির চরাঞ্চলের নিচু জায়গা তলিয়ে গেছে।
এ দিকে সারিয়াকান্দির ইছাদহ গ্রামের  ৪০০ মিটার এবং শিমুলতাইড় ৬০০ মিটার ভাঙ্গন এলাকায় জরুরী ভিত্তিতে জিও ব্যাগ ও টিও ব্যাগ ফেলে নদী ভাঙান রোধের কাজ শুরু হয়েছে। বন্যা নিয়ন্ত্রণ বাঁধের ঝুঁকিপূর্ণ স্থানে লোক দিয়ে পাহারা দেয়া হচ্ছে। হঠাৎ বাঁধে ভাঙন দেখা দিলে যাতে কোন তাৎক্ষণিক ভাবে বাঁধ নিয়ন্ত্রণে ব্যবস্থা নেয়া যায়। বাঁধের আসে পাশের জনগণকে সতর্ক থাকার পরামর্শ দেয়া হচ্ছে।
বগুড়া জেলা প্রশাসক মো: সাইফুল ইসলাম জানান, জেলা প্রশাসনের সকল ধরনের প্রস্তুতি আছে।  বন্যা মোকাবিলায় জরুরী ভিত্তিতে চাহিদ পত্র দেয়া হয় হয়েছে।
জেলা ত্রাণ ও পুনর্বাসন কর্মকর্তা গোলাম কিবরিয়া জানান, অতি জরুরী ভাবে ৫শ’ মোট্রকটন চাল , ১০ লাখ টাকা ও ২ হাজার প্যাকেট শুকনা খাবারের চাহিদ পত্র দেয়া হয়েছে। আশা কারা যাচ্ছে ২/১ দিনের মধ্যে সে গুলো পৌঁছে যাবে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button