শীর্ষ নিউজ

সুনামগঞ্জে কর্মকর্তাসহ ৪ জনের বিরুদ্ধে জমি আত্মসাতের অভিযোগ এনে সংবাদ সম্মেলন


সুনামগঞ্জ সংবাদদাতা : সুনামগঞ্জে জমি নিয়ে জাল জালিয়াতি প্রতারনার দায়ে ২ সরকারী কর্মকর্তা ও তাদের পিতা সহ ৪ ব্যক্তির বিরুদ্ধে বিভিন্ন অভিযোগ এনে সংবাদ সম্মেলন হয়েছে। বৃহস্পতিবার (২৭ জুন) দুপুরে সুনামগঞ্জ প্রেসক্লাবে জেলার দোয়ারাবাজার উপজেলার আজবপুর গ্রামের মৃত আব্দুল আলী ভূইয়ার পুত্র মোঃ নজরুল ইসলাম ভূইয়া এতে লিখিত বক্তব্য রাখেন। অভিযুক্তরা হচ্ছেন ঢাকার আগারগাঁও এর আইসিটি টাওয়ারে এটুআই প্রোগ্রামে কর্মরত এক্সপার্ট সিনিয়র সহকারী সচিব মোঃ মাসুদ রানা ও সিলেটের বিশ্বনাথ উপজেলা শিক্ষা অফিসে কর্মরত সহকারী শিক্ষা অফিসার মোঃ সোহেল রানা ও তাদের পিতা আজবপুর নিবাসী মোঃ সিরাজুল হক এবং ঐ ২ কর্মকর্তার মামা সুনামগঞ্জ জজকোর্টের কর্মচারী আব্দুল মতিন।
লিখিত বক্তব্যে নজরুল ইসলাম ভূইয়া বলেন,১৯৫২ সালের ১লা এপ্রিল ২৬১৫ নং দলিলমূলে আমার ৫ বাপচাচা স্থানীয় বালিজুরি মৌজায় ৪.৭২ একর জমি ক্রয় করেন। জমিবিক্রেতা বীরচরন কপালী ও শিবচরন কপালী ১৯৬৪ সালে দেশত্যাগ করে ভারতে চলে যান পরবর্তীতে আর দেশে ফেরেননি। অথচ ১৯৭৯ সালের ১২ জুলাই ঐ ২ কর্মকর্তার পিতা ও চাচা পরস্পর যোগাযোগীমূলে উদ্দেশ্যমূলক জালিয়াতি প্রতারনার আশ্রয়ে কপালী ভ্রাতাদ্বয়কে কাল্পনিকভাবে বিক্রেতা দেখিয়ে এবং নিজেরা ক্রেতা সেজে সুনামগঞ্জ সদর সাবরেজিষ্ট্রি অফিসে ১৫৩৭৪ নং জাল দলিল সৃজন করেন। আমরা তাদের ২টি সৃজিত জাল দলিলের বিরুদ্ধে সুনামগঞ্জের বিজ্ঞ সহকারী জজ আদালতে ২৯/২০০২নং স্বত্ত মোকদ্দমা এবং আমল আদালতে দন্ডবিধি আইনের ৪৬৮/৪২০/৫০৬ ধারায় ১৯৯/২০১৮নং সিআর মামলা দায়ের করি। কিন্তু আদালতের কর্মচারী আব্দুল মতিন ২ ভাগ্নে সরকারী কর্মকর্তার পক্ষাবলম্বন করে আমাদের দায়েরকৃত প্রত্যেকটি মামলা খারিজে তাদেরকে অবাঞ্চিতভাবে সহায়তা করেন। আমরা কোথায়ও ন্যায়বিচার পাচ্ছিনা। বরং বিচার চাইতে গিয়ে ঐ ২ কর্মকর্তার বেআইনী প্রভাব দাপটে মিথ্যা মামলা মোকদ্দমায় অন্যায়ভাবে হয়রানীসহ জুলুম নির্যাতনের শিকার হচ্ছি। প্রতিপক্ষরা বারংবার আপোস মিমাংসার কথা বলে দায়েরকৃত মামলা প্রত্যাহার করিয়ে আমাদেরকে সরলমনে ধোকা দিয়ে প্রতারিত করে যাচ্ছে। উপায়ান্তর না পেয়ে আমরা বর্তমানে মহামান্য সুর্প্রীমকোটের আপীল বিভাগের দারস্থ হয়েছি।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button