বিশেষ খবরলাইফস্টাইল

এমপক্সের বিস্তারে বিশ্বব্যাপী স্বাস্থ্য জরুরি অবস্থা ঘোষণা করেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা

 

জেনেভা, ১৫ আগস্ট, ২০২৪(বাসস ডেস্ক) : বিশ্ব স্বাস্থ্য সংস্থা বুধবার আফ্রিকায় এমপক্সের ব্যাপক বিস্তারের জন্য বিশ্বব্যাপী জনস্বাস্থ্য জরুরি অবস্থা ঘোষণা করেছে। সংস্থা ক্রমবর্ধমান পরিস্থিতির জন্য তারা সর্বোচ্চ সম্ভাব্য বিপদের আশঙ্কা করছে।
ডাব্লিউএইচও জানায়,পূর্বে মাঙ্কিপক্স নামে পরিচিত এমপক্স একটি ভাইরাল রোগ যা মানুষ এবং সংক্রামিত প্রাণীদের মধ্যে সহজেই ছড়িয়ে পড়তে পারে। এটি ঘনিষ্ঠ যোগাযোগের মাধ্যমে যেমন স্পর্শ, চুম্বন বা যৌনতার পাশাপাশি চাদর,পোশাক এবং সূঁচের মতো দূষিত পদার্থের মাধ্যমে ছড়িয়ে পড়তে পারে।
ডেমোক্রেটিক রিপাবলিক অফ কঙ্গোতে সংক্রমণ বৃদ্ধি এবং আশেপাশের দেশগুলোতে ছড়িয়ে পড়ায় উদ্বিগ্ন ডাব্লিউএইচও প্রাদুর্ভাব পর্যালোচনার জন্য দ্রুত বিশেষজ্ঞদের একটি সভা আহ্বান করেছে।
ডব্লিউএইচও প্রধান টেড্রোস আধানম গেব্রেয়েসাস এক সংবাদ সম্মেলনে বলেছেন, ‘আজ, জরুরী কমিটি বৈঠক করেছে এবং আমাকে পরামর্শ দিয়েছে যে তাদের দৃষ্টিতে জনস্বাস্থ্য পরিস্থিতি আন্তর্জাতিকভাবে উদ্বেগজনক। জনস্বাস্থ্য বিষয়ে এই উদ্বেগ ও একটি জনস্বাস্থ্য জরুরী পরামর্শ আমি গ্রহণ করেছি।’
বিশ্ব স্বাস্থ্য সংস্থার অধীনে পিএইচইআইসি (পাবলিক হেলথ ইমার্জেন্সি অব ইন্টারন্যাশনাল কনসার্ন) এই রোগের সম্ভাব্য বিস্তার রোধে জনস্বাস্থ্যের ঝুঁকি এড়াতে একটি সমন্বিত আন্তর্জাতিক প্রতিক্রিয়ার প্রয়োজনীয়তা বিবেচনায় স্বাস্থ্য জরুরি অবস্থা ঘোষণা করা হয়।
একটি পিএইচইআইসি আন্তর্জাতিক স্বাস্থ্য প্রবিধানের অধীনে সর্বোচ্চ স্তরের সতর্কতা,যা ১৯৬টি দেশের জন্য আইনত বাধ্যতামূলক।
টেড্রস বলেছেন,‘পূর্ব ডিআরসিতে এমপক্সের একটি নতুন ক্লেডের সনাক্তকরণ এবং দ্রুত বিস্তার, প্রতিবেশী দেশগুলো যেখানে এর আগে সংক্রমণের রিপোর্ট পাওয়া যায়নি সে সব দেশে এমপক্স সনাক্ত হয়েছে এবং আফ্রিকা এবং তার বাইরে আরও ছড়িয়ে পড়ার আশঙ্কা খুবই উদ্বেগজনক।’
তিনি বলেন,‘এটা স্পষ্ট যে এই প্রাদুর্ভাব বন্ধ করতে এবং জীবন বাঁচাতে একটি সমন্বিত আন্তর্জাতিক প্রতিক্রিয়া অপরিহার্য। এটি এমন কিছু যা আমাদের সকলকে উদ্বিগ্ন করে।’

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button