ঢাকা, ১৮ আগস্ট, ২০২৪ (বাসস): জাতিসংঘ উন্নয়ন কর্মসূচির (ইউএনডিপি) প্রশাসক আচিম স্টেইনার অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা হিসেবে নিয়োগ পাওয়ায় অধ্যাপক ডক্টর মুহাম্মদ ইউনূসকে অভিনন্দন জানিয়েছেন।
সম্প্রতি অধ্যাপক ড. ইউনূসকে পাঠানো এক বার্তায় তিনি বলেন,‘জাতিসংঘ উন্নয়ন কর্মসূচির (ইউএনডিপি) পক্ষ থেকে,আমি গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা হিসাবে আপনার নিয়োগের জন্য আপনাকে আন্তরিক অভিনন্দন জানাচ্ছি।’
প্রধান উপদেষ্টার প্রেস উইংয়ের একটি বার্তায় জানানো হয়,ইউএনডিপি বাংলাদেশে তার সহকর্মীদের পাশাপাশি,স্টেইনার অন্তর্বর্তীকালীন সরকারের উদীয়মান জাতীয় অগ্রাধিকারগুলোকে সমর্থন করার জন্য ইউএনডিপির দৃঢ় প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেছেন।
তিনি বলেন,‘অর্থনৈতিক পুনরুদ্ধার এবং এই সংকটময় ক্রান্তিকালে বাংলাদেশকে সমর্থন দিতে প্রতিষ্ঠানকে শক্তিশালী করার মতো ক্ষেত্রগুলোতে আমাদের বৈশ্বিক এবং আঞ্চলিক নেটওয়ার্ক এবং দক্ষতার প্রতি আস্থা রাখুন।’
প্রধান উপদেষ্টার নির্দেশনায় জাতিকে শান্তিপূর্ণ,ন্যায্য ও গণতান্ত্রিক উত্তরণের মাধ্যমে বাংলাদেশের সকল মানুষের জন্য আরও অন্তর্ভুক্তিমূলক এবং সমৃদ্ধ ভবিষ্যতের দিকে পরিচালিত করার জন্য প্রফেসর ইউনূস এবং উপদেষ্টা পরিষদের সাফল্য কামনা করেছেন স্টেইনার।
বার্তায় বলা হয়,‘একজন বন্ধু হিসাবে,পথ চলার প্রতিটি পদক্ষেপে আমি আপনাকে শুভকামনা জানাই এবং আপনার দেশের জন্য এই গুরুত্বপূর্ণ ভূমিকা নেওয়ার কারণে আমি আমার উত্তেজনা প্রকাশ করতে পারি না। বাংলাদেশে স্টেফান লিলারের নেতৃত্বে আমাদের ইউএনডিপি কান্ট্রি অফিসের মাধ্যমে আমাদের সম্পূর্ণ সমর্থনের উপর নির্ভর করুন।’