বিশেষ খবরশিক্ষা

প্রাথমিক শিক্ষায় গৃহীত বিভিন্ন কর্মকান্ডে ফ্রান্সের রাষ্ট্রদূতের সহযোগিতার আশ্বাস

ঢাকা, ১৯ আগস্ট, ২০২৪ (বাসস) : বাংলাদেশে মানসম্মত প্রাথমিক শিক্ষা নিশ্চিতকল্পে সহযোগিতার ক্ষেত্র চিহ্নিত করে প্রাথমিক শিক্ষার উন্নয়নে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেছেন বাংলাদেশে নিযুক্ত ফ্রান্সের রাষ্ট্রদূত মেরি মাসদুপুই।
প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের উপদেষ্টা অধ্যাপক ডা. বিধান রঞ্জন রায় পোদ্দারের সাথে বাংলাদেশ সচিবালয়ে তার কার্যালয়ে সাক্ষাৎকালে রাষ্ট্রদূত আজ এ আশ্বাস দেন।
তিনি বাংলাদেশের প্রাথমিক শিক্ষায় গৃহীত বিভিন্ন পদক্ষেপ ও কর্মকান্ডের প্রশংসা করেন  এবং ভবিষ্যতে মানসম্মত প্রাথমিক শিক্ষা নিশ্চিতকল্পে গৃহীত সামগ্রিক কর্মকান্ডে ফ্রান্স সরকারের পক্ষ থেকে সহযোগিতার অঙ্গীকার ব্যাক্ত করেন।
এসময় তারা পারস্পারিক স্বার্থ সংশ্লিষ্ট দ্বিপক্ষীয় বিষয়াদি নিয়ে আলোচনা করেন। প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের সচিব ফরিদ আহাম্মদ এসময় উপস্থিত ছিলেন।

facebook sharing button
messenger sharing button
twitter sharing button
whatsapp sharing button

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button