বিশেষ খবররাজনীতি

সন্ত্রাসবাদ মোকাবেলায় বিশ্বব্যাপী সমন্বিত পদ্ধতি গ্রহণের আহ্বান পররাষ্ট্র উপদেষ্টার

 

ঢাকা, ৪ নভেম্বর, ২০২৪ (বাসস) : পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন আজ উন্নত প্রযুক্তিসম্পন্ন দেশগুলোকে সন্ত্রাসবাদ মোকাবেলায় বিশ্বব্যাপী সমন্বিত দৃষ্টিভঙ্গি গড়ে তোলার জন্য জ্ঞান ও দক্ষতা বিনিময়ের আহ্বান জানিয়েছেন।

কুয়েত সিটিতে ‘আন্তর্জাতিক কাউন্টার-টেরোরিজম কোঅপারেশন এবং বিল্ডিং এজাইল বর্ডার সিকিউরিটি মেকানিজম শক্তিশালীকরণ” শীর্ষক উচ্চ-স্তরের সম্মেলনের মন্ত্রী পর্যায়ের অধিবেশনে ভাষণ দেওয়ার সময় তিনি বলেন, ‘আজকের আন্তঃসংযুক্ত বিশ্বে, প্রতিটি সমাজ নিরাপদ না হওয়া পর্যন্ত কোন সমাজই সত্যিকারের নিরাপদ নয়।’

পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, পররাষ্ট্র উপদেষ্টা বর্তমানে আজ থেকে শুরু হওয়া দুই দিনব্যাপী উচ্চ পর্যায়ের এ সম্মেলনে বাংলাদেশের প্রতিনিধি দলের নেতৃত্ব দিচ্ছেন।

তৌহিদ নিরাপত্তা ও সীমান্ত ব্যবস্থাপনায় কৃত্রিম বুদ্ধিমত্তার (এআই) দায়িত্বশীল ব্যবহারের আহ্বান জানিয়ে জোর দিয়ে বলেন যে এআই-কে মানবাধিকারকে সম্মান করতে হবে এবং স্থানীয় প্রেক্ষাপটের সাথে মানানসই হতে হবে।

পররাষ্ট্র উপদেষ্টা সন্ত্রাসবাদের বিরুদ্ধে বাংলাদেশের ‘জিরো টলারেন্স’ নীতি পুনর্ব্যক্ত করে বিশ্বব্যাপী নিরাপত্তা সহযোগিতা এবং জাতিসংঘ সনদের সঙ্গে সামঞ্জস্য বিধানের প্র্রতি প্রত্যেক দেশের প্রতিশ্রুুতির ওপর জোর দেন।

তিনি সন্ত্রাস দমনে মানবাধিকার-কেন্দ্রিক দৃষ্টিভঙ্গির গুরুত্বের ওপর জোর দেন, নিরাপত্তা ব্যবস্থার রাজনৈতিক অপব্যবহারের বিরুদ্ধে সতর্কতা এবং মৌলিক স্বাধীনতা রক্ষায় বাংলাদেশের চলমান সংস্কারগুলো তুলে ধরেন।

উপদেষ্টা সন্ত্রাস দমনে বহুপাক্ষিকতার সারমর্মের ওপর জোর দিয়ে উল্লেখ করেন যে প্রকৃত নিরাপত্তা তখনই অর্জিত হয় যখন প্রতিটি সমাজকে সুরক্ষিত করা হয়।

সম্মেলনটি দুশানবে প্রক্রিয়ার চতুর্থ পুনরাবৃত্তিকে চিহ্নিত করে, যা মধ্য এশিয়ার দেশগুলোর মধ্যে সন্ত্রাস দমন এবং সীমান্ত নিরাপত্তার বিষয়ে সহযোগিতা বৃদ্ধির লক্ষ্যে ২০১৮ সালে শুরু করা একটি উদ্যোগ।

এই সম্মেলনটি প্রথমবারের মতো মধ্য এশিয়ার বাইরে দুশানবে প্রক্রিয়ার পরিধি ও প্রভাব বিস্তৃত করায় এবং জাতিসংঘের বৈশ্বিক সন্ত্রাস-বিরোধী কৌশলের বাস্তবায়ন জোরদার করার প্রচেষ্টার সাথে সামঞ্জস্যপূর্ণ হওয়ায় এটি বিশেষ তাৎপর্যপূণ।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button