ঢাকা, ৬ নভেম্বর, ২০২৪ (বাসস): যুক্তরাষ্ট্রের ৫০টি রাজ্যের মধ্যে ৪০টিরও বেশ রাজ্যে ভোটগ্রহণ শেষ। আগামী এক ঘণ্টার মাঝে আভাস পাওয়া যাবে যে কোন রাজ্যে কে জিততে চলেছেন। তবে, কিছু রাজ্য আছে, যেগুলোর ফলাফল আসতে কিছুটা বেশি সময় লাগবে। এখন পর্যন্ত, হ্যারিস ১৫৩ ইলেক্টোরাল ভোট এবং ট্রাম্প ২১১ পেয়েছে।
ডেমোক্র্যাটিক ভাইস প্রেসিডেন্ট কমলা হ্যারিস এবং রিপাবলিকান প্রাক্তন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প হোয়াইট হাউসের জন্য লড়াই করছেন।
যুক্তরাষ্ট্রের স্থানীয় সময় আজ রাত ১০টায় আরও তিনটি রাজ্যে ভোট শেষ হবে, যার মধ্যে শেষ গুরুত্বপূর্ণ রাজ্য হল নেভাদা।
মার্কিন মিডিয়ার খবর অনুয়ায়ী এখন পর্যন্ত আলাবামা, আরকানসাস, ফ্লোরিডা, ইন্ডিয়ানা, কেনটাকি, লুইসিয়ানা, মিসিসিপি, মিসৌরি, নর্থ ডাকোটা, ওকলাহোমা, সাউথ ক্যারোলিনা, সাউথ ডাকোটা, টেনেসি, টেক্সাস, ওয়েস্ট ভার্জিনিয়া এবং ওয়াইমিং-এ ট্রাম্প জিতেছেন।
অপর দিকে হ্যারিস এখন পর্যন্ত ডেলাওয়্যার, ইলিনয়, মেরিল্যান্ড, ম্যাসাচুসেটস, নিউ ইয়র্ক, রোড আইল্যান্ড, ভারমন্ট এবং মার্কিন রাজধানী ওয়াশিংটন ডিসিতে জয় পেয়েছেন।
প্রেসিডেন্ট পদে জয়ী হওয়ার ম্যাজিক সংখ্যা হল ২৭০।