খেলা

সানজামুলের ঘূর্ণিতে বরিশালকে হারিয়ে প্রথম জয়ের দেখা পেল রাজশাহী

 

ঢাকা, ৫ নভেম্বর ২০২৪ (বাসস) : বাঁ-হাতি স্পিনার সানজামুল ইসলামের ঘূর্ণিতে ২৬তম জাতীয় ক্রিকেট লিগে প্রথম জয় পেল রাজশাহী বিভাগ। চলতি আসরে তৃতীয় রাউন্ডের ম্যাচে রাজশাহী ৬ উইকেটে হারিয়েছে বরিশাল বিভাগকে। দ্বিতীয় ইনিংসে ৪০ রানে ৬ উইকেট নিয়ে ম্যাচ সেরা হন সানজামুল।

কক্সবাজার শেখ কামাল আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচের প্রথম ইনিংসে ৭০ রানে পিছিয়ে থেকে নিজেদের দ্বিতীয় ইনিংসে তৃতীয় দিন শেষে বিনা উইকেটে ১০ রান করেছিলো বরিশাল।

ম্যাচের চতুর্থ ও শেষ দিন সানজামুলের ঘূর্ণিতে ১৩৭ রানে অলআউট হয় বরিশাল। দলের পক্ষে তাসামুল হক ৪৬, তানভির ইসলাম ২১ ও মইনুল ইসলাম ১৪ রান করেন। সানজামুল ৪০ রানে ৬ উইকেট নেন।

জয়ের জন্য ৬৮ রানের সহজ টার্গেটে খেলতে নেমে ২৩ রানে ৩ উইকেট হারিয়ে চাপে পড়েছিলো রাজশাহী। তারপরও এসএম মেহেরবের অপরাজিত ২৩, হাবিবুর রহমানের ১৭ ও মিজানুর রহমানের ১৬ রানে ১৫ ওভারেই জয় তুলে নেয় রাজশাহী।

প্রথম ইনিংসে বরিশালের ২০৫ রানের জবাবে ২৭৫ রান করেছিলো রাজশাহী। বরিশালের হয়ে প্রথম ইনিংসে ১১৬ রান করেছিলেন ওপেনার ইফতেখার হোসেন ইফতি। রাজশাহীর হয়ে সর্বোচ্চ ৮০ রান ছিলো উইকেটরক্ষক প্রিতম কুমারের ব্যাটে।

তিন ম্যাচ শেষে ১টি করে জয়-হার ও ড্র’তে ১০ পয়েন্ট নিয়ে টেবিলের পঞ্চমস্থানে আছে রাজশাহী। সমানসংখ্যক ম্যাচে ২ হার ও ১ ড্রতে মাত্র ২ পয়েন্ট নিয়ে আট দলের টেবিলে সপ্তমস্থানে আছে বরিশাল।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button