আঞ্চলিকসংগঠন সংবাদ
বোয়ালখালীতে বিনয়বাঁশী শিল্পীগোষ্ঠী কর্তৃক রাস উৎসব পরিদর্শন

hw-remosaic: 0;
touch: (-1.0, -1.0);
modeInfo: ;
sceneMode: Night;
cct_value: 0;
AI_Scene: (200, -1);
aec_lux: 308.03516;
hist255: 0.0;
hist252~255: 0.0;
hist0~15: 0.0;
বোয়ালখালীতে ঐতিহ্যবাহী শ্রী শ্রী রাস উৎসব পরিদর্শন করেন বিনয়বাঁশী শিল্পীগোষ্ঠী।
শনিবার (১৬ নভেম্বর ২০২৪) বোয়ালখালী উপজেলার শাকপুরা ঐতিহ্যবাহী শ্রীশ্রী রাসবিহারী ধামে রাস উৎসব উপলক্ষে লোক সাংস্কৃতিক প্রতিষ্ঠান বিনয়বাঁশী শিল্পীগোষ্ঠী কর্তৃক রাস উৎসব পরিদর্শন ও শুভেচ্ছা বিনিময় করেন শিল্পীগোষ্ঠীর নেতৃবৃন্দ। এ সময় উপস্থিত ছিলেন বিনয়বাঁশী শিল্পীগোষ্ঠীর প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক শিল্পী ও সংগঠক শ্রী বিপ্লব জলদাস, সাংগঠনিক সম্পাদক শ্রী আশুতোষ দাস, রাস উৎসব উদযাপন পরিষদের সাবেক সাধারণ সম্পাদক বাবলা চৌধুরী, বিশ্বজিৎ চৌধুরী, যুগ্ন সম্পাদক রাজু আচার্য্য, ইউপি সদস্য অনুপ দাশ, বিশ্বজিৎ চৌধুরী বিশু, সাবেক সাধারণ সম্পাদক মানজিৎ চৌধুরী। প্রমূখ।