অমিতের সেঞ্চুরিতে মেট্রোর বিপক্ষে এগিয়ে সিলেট
ঢাকা, ১৭ নভেম্বর ২০২৪ (বাসস) : ডান-হাতি ব্যাটার অমিত হাসানের সেঞ্চুরিতে জাতীয় ক্রিকেট লিগে (এনসিএল) পঞ্চম রাউন্ডে ঢাকা মেট্রোর বিপক্ষে দ্বিতীয় দিন শেষে এগিয়ে আছে সিলেট বিভাগ।
প্রথম ইনিংসে মেট্রোর ১৩০ রানের জবাবে সব উইকেট হারিয়ে ৩৭৬ রান করে সিলেট। অমিত ১০১ রানে প্রথম ইনিংসে ২৪৬ রানের লিড পায় সিলেট। পিছিয়ে থেকে দ্বিতীয় ইনিংসে খেলতে নেমে দিন শেষে ৪ উইকেটে ৪৯ রান করেছে মেট্রো। ৬ উইকেট হাতে নিয়ে ১৯৭ রানে পিছিয়ে ঢাকা মেট্রো।
খুলনার শেখ আবু নাসের স্টেডিয়ামে প্রথম দিনই অলআউট হয় মেট্রো। নিজেদের প্রথম ইনিংস শুরু করে প্রথম দিন শেষে ২ উইকেটে ১৩৭ রান করেছিলো সিলেট। মুবিন আহমেদ দিশান ১৯ ও অধিনায়ক অমিত ৫১ রানে অপরাজিত ছিলেন।
দ্বিতীয় দিন দিশান ৪৩ রানে থামলেও, প্রথম শ্রেনির ক্রিকেটে নবম সেঞ্চুরি তুলে নেন অমিত। দলীয় ২৬২ রানে অমিত ফেরার পর সিলেটকে বড় সংগ্রহ এনে দিয়েছেন আসাদুল্লাহ আল গালিব ও তোফায়েল আহমেদ। গালিব ৫৬ ও তোফায়েল অপরাজিত ৪৭ রান করেন। বল হাতে মেট্রোর আরিফ আহমেদ ৪টি ও আবু হায়দার রনি ৩ উইকেট নেন।
২৪৬ রানে পিছিয়ে থেকে দ্বিতীয় ইনিংসে খেলতে নেমে দিন শেষে বিপাকে পড়েছে মেট্রো। উপরের সারির চার ব্যাটারের কেউই দুই অংকে পা দিতে পারেননি। আমিনুল ইসলাম বিপ্লব ১৩ ও মার্শাল আইয়ুব ৭ রানে অপরাজিত আছেন।
সিলেটের সৈয়দ খালেদ আহমেদ ও রেজাউর রাজা ২টি করে উইকেট নেন।