খেলা

দেশের ক্রীড়া ফেডারেশনগুলোর জবাবদিহিতা নিশ্চিত করার চেষ্টা চলছে : আসিফ

ঢাকা, ১৭ নভেম্বর ২০২৪ (বাসস) : যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া জানিয়েছেন, জবাবদিহিতা নিশ্চিত করতে প্রতিটি ফেডারেশনকে  বার্ষিক প্রতিবেদন এবং অডিট রিপোর্ট দিতে হবে।

অন্তর্বর্তী সরকারের ১০০ দিন পূর্তি উপলক্ষে আজ সচিবালয়ে সাংবাদিকদের সাথে আলাপকালে তিনি আরও বলেন, কেউ দুর্নীতি করলে সেটিরও তদন্ত হবে।

আসিফ বলেন, ‘প্রতিটি ফেডারেশনের জবাবদিহিতা নিশ্চিত করতে বার্ষিক প্রতিবেদন এবং অডিট রিপোর্ট দিতে হবে। কেউ দুর্নীতি করলে সেটিও তদন্ত করা হবে।’

তিনি আরও বলেন, ‘কিন্তু বেশ কয়েকটি ফেডারেশন স্বায়ত্তশাসিত। তাই সেখানে সরকারি হস্তক্ষেপের সুযোগ নেই।’

জুলাই-আগস্টের গণ-অভ্যুত্থানের মাধ্যমে আওয়ামী লীগ সরকারকে ক্ষমতা থেকে উৎখাত করার পর  খেলাধুলাসহ সব খাত থেকে দুর্নীতি নির্মূলে মনোনিবেশ করেছে অন্তর্বর্তী সরকার।

আসিফ মাহমুদ আরও জানান, ফেডারেশনগুলো পুনর্গঠনের চেষ্টা চলছে।

তিনি বলেন, ‘এটি চলমান প্রক্রিয়া। বিভিন্ন কমিটির বিরুদ্ধে অভিযোগ আছে. যা খতিয়ে দেখা হচ্ছে এবং ব্যবস্থা নেওয়া হচ্ছে। নতুন কমিটি গঠন করে সংকট ও স্থবিরতা নিরসনের চেষ্টা চলছে।’

তিনি আরও বলেন, নতুন পরিচালক নিয়োগের মাধ্যমে দেশের সবচেয়ে ধনী ক্রীড়া ফেডারেশন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) অচলাবস্থা কাটানোর চেষ্টা করা হচ্ছে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button