বিশেষ খবররাজনীতি

শিগগির প্রধান উপদেষ্টার সঙ্গে ইইউ’র ২৭ রাষ্ট্রদূতের বৈঠক

 

ঢাকা, ১৮ নভেম্বর, ২০২৪ (বাসস) : অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস বলেছেন, শিগগির ইইউভুক্ত ২৭ দেশের রাষ্ট্রদূতগণ সমবেতভাবে ঢাকায় তাঁর সঙ্গে বৈঠক করবেন।

তিনি বলেন, ‘দিল্লি থেকে একসঙ্গে ২০ জন রাষ্ট্রদূতসহ মোট ২৭ রাষ্ট্রের রাষ্ট্রদূত সমবেতভাবে আমার সঙ্গে বৈঠক করার জন্য আগামী কয়েকদিনের মধ্যে ঢাকায় আসছেন।’

প্রধান উপদেষ্টা রোববার সন্ধ্যায় অন্তর্বর্তী সরকারের ১০০ দিন পূর্তি উপলক্ষে জাতির উদ্দেশ্যে দেওয়া ভাষণে একথা জানান।

ড. ইউনূস জানান, ইউরোপীয় ইউনিয়নের ২০ দেশের ২০ জন রাষ্ট্রদূত দিল্লিতে থাকেন। সাত দেশের সাত রাষ্ট্রদূত থাকেন ঢাকায়। দিল্লিতে বসবাসরত ২০ রাষ্ট্রদূত ও ঢাকায় বসবাসরত ৭ রাষ্ট্রদূত মিলে ইইউভুক্ত মোট ২৭ রাষ্ট্রের রাষ্ট্রদূতগণ  সমবেতভাবে তাঁর সঙ্গে বৈঠক করবেন।

তিনি জানান, ইউরোপীয় ইউনিয়নের ২৭ জন রাষ্ট্রদূত একত্রিত হয়ে সরকারের সঙ্গে আলোচনায় বসা এবং দিল্লী থেকে এত বিশাল সংখ্যক রাষ্ট্রদূত একসঙ্গে বৈঠক করার ঘটনা হবে নজিরবিহীন।

তিনি বলেন, ‘আগে কখনো ইউরোপিয়ান ইউনিয়নের ২৭ জন রাষ্ট্রদূত একত্রিত হয়ে সরকারের সঙ্গে আলোচনায় বসেনি। দিল্লি থেকে এত বিশাল সংখ্যক রাষ্ট্রদূত একসঙ্গে বৈঠক করার জন্য আসেনি।’

বাংলাদেশের বর্তমান অন্তর্বর্তী সরকারের প্রতি ইইউ’র সমর্থন প্রকাশ এবং অর্থনৈতিক ক্ষেত্রে উচ্চ পর্যায়ের সহযোগিতা গড়ে তোলার লক্ষ্যে একাজটি করা হচ্ছে বলে জানান প্রধান উপদেষ্টা।

বাংলাদেশের সংকটময় সময়ে তারা সহযোগিতার হাত বাড়িয়ে দেওয়ার জন্য ড. মুহাম্মদ ইউনূস বিশ্ব নেতৃবৃন্দকে ধন্যবাদ জানান।

তিনি বলেন, ‘আমি যখন সেপ্টেম্বরে জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনে যোগ দেই, সে সময় মার্কিন যুক্তরাষ্ট্র, ইউরোপিয়ান ইউনিয়ন, কানাডা, ইতালি, হল্যান্ড, জাতিসংঘ মহাসচিবসহ বিশ্বের অনেক দেশের সরকার প্রধানের সঙ্গে আমার বৈঠক করার সুযোগ হয়। তারা স্বতঃস্ফূর্তভাবে আমাদের প্রতি সর্বাত্মক সহযোগিতা প্রদানের অঙ্গীকার ব্যক্ত করেছেন।’

নেপাল, মালদ্বীপ, পাকিস্তান-সহ প্রতিবেশী বেশ কয়েকটি দেশের সরকার প্রধানের সঙ্গেও তাঁর বৈঠক হয়েছে উল্লেখ করে প্রধান উপদেষ্টা বলেন, ‘দেশে ফিরে আসার পর এসব দেশের রাষ্ট্রদূতগণ যারা ঢাকায় স্বতঃপ্রবৃত্ত হয়ে আমার সঙ্গে দেখা করে তাদের সরকার প্রধানদের অঙ্গীকার পুনর্ব্যক্ত করে গেছেন।’

তিনি আরো জানান, ‘তারা সম্পূর্ণ নতুনভাবে আমাদের জন্য সহায়তার নতুন ছক তৈরির কাজ শুরু করেছেন। যে-সব রাষ্ট্রদূত দিল্লিতে অফিস করেন তারা দিল্লি থেকে এসে দেখা করে গেছেন।’

এছাড়া ইতোমধ্যে সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত, ব্রাজিল, তুরস্ক, রাশিয়া, ফিনল্যান্ড, সিঙ্গাপুর, লিবিয়া-সহ অনেক দেশের রাষ্ট্রদূত প্রধান উপদেষ্টার সঙ্গে দেখা করে দ্বিপাক্ষিক নানা সহযোগিতাসহ বাণিজ্য ও বিনিয়োগ বৃদ্ধির আশ্বাস দিয়েছেন।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button