সরকারি কর্মচারীদের ৩০ নভেম্বরের মধ্যে সম্পদের হিসাব দাখিলের নির্দেশ
সরকারি কর্মচারীদের ৩০ নভেম্বর ২০২৪-এর মধ্যে সম্পদের বিবরণী দাখিল করতে হবে। জনপ্রশাসন মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব ওবায়দুল রহমান স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ নির্দেশ দেওয়া হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, সম্পদের বিবরণী গোপনীয়তার স্বার্থে সিলগালা করা খামে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে জমা দিতে হবে। এই পদক্ষেপের মাধ্যমে সরকারি কর্মচারীদের আর্থিক স্বচ্ছতা নিশ্চিত করা এবং সুশাসন প্রতিষ্ঠার লক্ষ্য নেওয়া হয়েছে বলে মনে করা হচ্ছে।
অন্যদিকে, জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) আয়কর রিটার্ন জমা দেওয়ার সময়সীমা এক মাস বৃদ্ধি করেছে। নতুন নির্দেশনা অনুযায়ী, করদাতারা ৩১ ডিসেম্বর ২০২৪ পর্যন্ত রিটার্ন জমা দিতে পারবেন।
এর আগে রিটার্ন জমা দেওয়ার শেষ তারিখ ছিল ৩০ নভেম্বর। তবে ব্যবসায়ী ও করদাতাদের আবেদনের পরিপ্রেক্ষিতে এনবিআর এই সময়সীমা বাড়ানোর সিদ্ধান্ত নেয়।
সরকারি কর্মচারীদের সম্পদ বিবরণী এবং আয়কর রিটার্ন জমা দেওয়ার এই সময়সীমা বৃদ্ধি সাধারণ জনগণের জন্য স্বস্তি নিয়ে এসেছে বলে সংশ্লিষ্ট মহল মনে করছে।