বিনোদন

সৌদিআরবে বাংলাদেশি সুরের জাদু ছড়াবেন নগরবাউল জেমস

 

সৌদি আরবের রাজধানী রিয়াদে প্রথমবারের মতো গান শোনাতে যাচ্ছেন বাংলাদেশের ব্যান্ড সংগীতের কিংবদন্তি জেমস ও তার ব্যান্ড নগরবাউল। সৌদি সরকারের আমন্ত্রণে ‘রিয়াদ সিজন ২০২৪’-এর অংশ হিসেবে ২২ নভেম্বর আল-সুওয়াইদি পার্কে দর্শকদের সামনে উপস্থিত হবেন তিনি। এ আয়োজনটির নাম রাখা হয়েছে ‘বাংলাদেশ কালচার’, যা বাংলাদেশি সংস্কৃতি তুলে ধরার একটি অসাধারণ উদ্যোগ।

রিয়াদ সিজন, সৌদি সরকারের একটি বৃহৎ সাংস্কৃতিক উৎসব, ১২ অক্টোবর থেকে শুরু হয়ে চলবে ৩০ নভেম্বর পর্যন্ত। এ বছরের উৎসবে অংশ নিচ্ছে দক্ষিণ এশিয়ার তিন দেশ—বাংলাদেশ, ভারত ও পাকিস্তানসহ মোট ৯টি দেশ। উৎসবের মূল লক্ষ্য সৌদি আরব এবং অংশগ্রহণকারী দেশগুলোর মধ্যে সাংস্কৃতিক মেলবন্ধন তৈরি করা। প্রতিটি দেশের জন্য একটি নির্দিষ্ট সময় বরাদ্দ করা হয়েছে, যেখানে তারা নিজেদের সংগীত, নৃত্য ও ঐতিহ্যবাহী সংস্কৃতি উপস্থাপন করবে।

এবারের রিয়াদ সিজনের সপ্তম সপ্তাহটি ‘বাংলাদেশ উইক’ হিসেবে উদযাপিত হবে। ২০ থেকে ২৩ নভেম্বর পর্যন্ত অনুষ্ঠিত এ সপ্তাহে বাংলাদেশের শিল্প, সংগীত এবং ঐতিহ্যকে তুলে ধরা হবে।

নগরবাউল ব্যান্ডের ব্যবস্থাপক রুবাইয়াৎ ঠাকুর এ প্রসঙ্গে বলেন, ‘২০ নভেম্বর আমরা সৌদি সরকারের আমন্ত্রণে প্রথমবারের মতো রিয়াদে যাচ্ছি। সেখানে দর্শকরা বিনা মূল্যে আমাদের গান শুনতে পারবেন। আশা করি, এটা সবার জন্য একটি স্মরণীয় আয়োজন হবে। প্রবাসী বাংলাদেশিদের আমরা আমন্ত্রণ জানাচ্ছি।’

এর আগে, ১৭ নভেম্বর ঢাকার মাটিকাটা রোডের সেনাপ্রাঙ্গণ মিলনায়তনে এক কনসার্টে মনোমুগ্ধকর পারফরম্যান্স দেন জেমস। সেই কনসার্টে ‘কবিতা তুমি স্বপ্নচারিণী’, ‘মা’, ‘গুরু ঘর বানাইলা’সহ তার জনপ্রিয় সব গান পরিবেশন করে দর্শকদের মুগ্ধ করেন তিনি।

রিয়াদ সিজন: বিনোদনের নতুন অধ্যায়
সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমানের নেতৃত্বে ভিশন-২০৩০ পরিকল্পনার আওতায় সৌদি আরবের রক্ষণশীল সমাজকে বিনোদনমূলক কার্যক্রমের মাধ্যমে নতুন মাত্রা দেওয়া হচ্ছে। ২০১৮ সালে সিনেমা হলে নিষেধাজ্ঞা তুলে নেওয়ার পর থেকেই সৌদি আরব আয়োজন করছে চলচ্চিত্র উৎসব, কনসার্ট, ফ্যাশন শো এবং আন্তর্জাতিক সাংস্কৃতিক ইভেন্ট। ‘রিয়াদ সিজন’ সেই ধারাবাহিকতার একটি অংশ।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button