খেলা

আইপিএলের ইতিহাসে রেকর্ড দামে বিক্রি পান্ত

.

ঢাকা, ২৪ নভেম্বর ২০২৪ (বাসস) : ইন্ডিয়ার প্রিমিয়ার লিগের (আইপিএল) ইতিহাসে সর্বোচ্চ দামে বিক্রির রেকর্ড গড়লেন ভারতীয় উইকেটরক্ষক-ব্যাটার ঋসভ পান্ত। রেকর্ড ২৭ কোটি রুপিতে পান্তকে কিনে নিয়েছে লক্ষ্মৌ সুপার জায়ান্টস।

আজ আইপিএলের ২০২৫ সালের আসরকে সামনে রেখে সৌদি আরবের জেদ্দায় অনুষ্ঠিত নিলামে পান্তর বিক্রির আধা ঘন্টা আগে আইপিএলের ইতিহাসে সর্বোচ্চ দামে বিক্রির রেকর্ড গড়েন ভারতীয় ব্যাটার শ্রেয়াস আইয়ার। ২৬.৭৫ কোটি রুপিতে অইয়ারকে দলে নিয়েছিলো বলিউড তারকা প্রীতি জিনতার পাঞ্জাব কিংস। গেল বছর সর্বোচ্চ ২৪.৭৫ কোটি রুপিতে বিক্রি হওয়া অস্ট্রেলিয়ার পেসার মিচেল স্টার্কের রেকর্ড ভেঙেছিলেন আইয়ার। পরবর্তীতে আইয়ারের রেকর্ড ভাঙেন পান্ত।

এবারের নিলামে তৃতীয় সর্বোচ্চ ২৩ কোটি ৭৫ লাখ রুপিতে বিক্রি হয়েছেন ভেঙ্কাটেশ আইয়ার। তাকে দলে নিয়েছেন পুরানো দল কলকাতা নাইট রাইডার্স।

১৮ কোটি রুপিতে ভারতীয় স্পিনার যুজবেন্দ্রা চাহাল এবং পেসার অর্শদীপ সিংকে দলে নিয়েছে পাঞ্জাব কিংস।

১৫.৭৫ কোটি রুপিতে জস বাটলারকে গুজরাট টাইটান্স এবং ১৪ কোটি রুপিতে লোকেশ রাহুলকে দলে নিয়েছে দিল্লি ক্যাপিটালস।

এছাড়াও, ১২.২৫ কোটি রুপিতে মোহাম্মদ সিরাজ গুজরাট, ১১.৭৫ কোটি রুপিতে অস্ট্রেলিয়ার মিচেল স্টার্ককে দিল্লি, ১০.৭৫ কোটি রুপিতে দক্ষিণ আফ্রিকার কাগিসো রাবাদাকে গুজরাট, ১০ কোটি রুপিতে ভারতের মোহাম্মদ সামিকে সানরাইজার্স হায়দরাবাদ, ৮.৭৫ কোটি রুপিতে ইংল্যান্ডের লিয়াম লিভিংস্টোনকে ব্যাঙ্গালুরু, ৭.৫০ কোটি রুপিতে দক্ষিণ আফ্রিকার ডেভিড মিলারকে লক্ষ্মৌ, ৬.২৫ কোটি রুপিতে নিউজিল্যান্ডের ডেভন কনওয়েকে চেন্নাই সুপার কিংস, দক্ষিণ আফ্রিকার আইডেন মার্করামকে ২ কোটি রুপিতে লক্ষ্মৌ, অস্ট্রেলিয়ার পেসার জশ হ্যাজলউডকে ১২.৫০ কোটি রুপিতে ব্যাঙ্গালুরু, দক্ষিণ আফ্রিকার এনরিচ নর্টিকে ৬.৫০ কোটি রুপিতে কলকাতা, ইংল্যান্ড জোফরা আর্চারকে ১২.৫০ কোটি রুপিতে রাজস্থান রয়্যালস, ভারতীয় পেসার টি নটরাজনকে ১০.৭৫ কোটি রুপিতে দিল্লি, নিউজিল্যান্ডের পেসার ট্রেন্ট বোল্টকে ১২.৫০ কোটি রুপিতে মুম্বাই ইন্ডিয়ান্স, আফগানিস্তানের স্পিনার নূর আহমেদকে ১০ কোটি রুপিতে চেন্নাই দলে নিয়েছে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button