প্রথম সেশনে ১ উইকেট হারিয়ে ৬৫ রান তুলেছে বাংলাদেশ
ঢাকা, ২৪ নভেম্বর ২০২৪ (বাসস) : দুই ম্যাচ সিরিজের প্রথম টেস্টে ওয়েস্ট ইন্ডিজের ৪৫০ রানের জবাবে তৃতীয় দিনের মধ্যাহ্ন বিরতি পর্যন্ত ৩ উইকেটে ১০৫ রান করেছে বাংলাদেশ। তৃতীয় দিনের প্রথম সেশনে ১ উইকেটে হারিয়ে ৬৫ রান তুলতে পেরেছে টাইগারার।
এন্টিগার স্যার ভিভিয়ান রিচার্ডস স্টেডিয়ামে দ্বিতীয় দিন শেষে ২ উইকেটে ৪০ রান করেছিলো বাংলাদেশ। মোমিনুল হক ৭ ও শাহাদাত হোসেন ১০ রানে অপরাজিত ছিলেন।
তৃতীয় দিন ১৩তম ওভারে সাজঘরে ফিরেন শাহাদাত। ১টি চারে ৭১ বলে ১৮ রান করে ওয়েস্ট ইন্ডিজের পেসার কেমার রোচের শিকার হন তিনি। তৃতীয় উইকেটে মোমিনুলের সাথে ১২৯ বলে ৪৫ রান যোগ করেছিলেন শাহাদাত।
দলীয় ৬৬ রানে শাহাদাত ফেরার পর লিটন দাসকে নিয়ে ৭৮ বলে ৩৯ রানের অবিচ্ছিন্ন জুটি গড়ে প্রথম সেশন শেষ করেন মোমিনুল।
মোমিনুল ৩৮ ও লিটন ২১ রানে অপরাজিত আছেন। দু’জনই ২টি করে বাউন্ডারি মেরেছেন।
রোচ, জেইডেন সিলেস ও আলজারি জোসেফ ১টি করে উইকেট নেন।
দ্বিতীয় দিন বাংলাদেশের দুই ওপেনার মাহমুদুল হাসান জয় ৫ ও জাকির হাসান ১৫ রানে আউট হয়েছিলেন।