খেলা

তিন গোলে এগিয়ে থেকেও পয়েন্ট হারালো সিটি, পিএসজিকে পরাজিত করেছে বায়ার্ন

 

ঢাকা, ২৭ নভেম্বর ২০২৪ (বাসস) : চ্যাম্পিয়ন্স লিগে ফেইনুর্ডের বিপক্ষে তিন গোলে এগিয়ে থেকেও শেষ পর্যন্ত ৩-৩ গোলের ড্র নিয়ে মাঠ ছাড়তে বাধ্য হয়েছে ম্যানচেস্টার সিটি। এর ফলে পেপ গার্দিওলার দলকে আরো একবার জয় বঞ্চিত হতে হলো। দিনের আরেক ম্যাচে বায়ার্ন মিউনিখের কাছে পরাজিত হয়ে গ্রুপ পর্ব থেকেই বিদায়ের শঙ্কায় পড়েছে পিএসজি।

তবে একইদিন আর্সেনাল, এ্যাথলেটিকো মাদ্রিদ, আটালান্টা ও বায়ার লেভারকুসেন বড় জয় নিশ্চিত করেছে। পাঁচ ম্যাচ পরে টেবিলের শীর্ষে অবস্থান করছে ইতালিয়ান জায়ান্ট ইন্টার মিলান। বার্সেলোনার রবার্ট লিওয়ানদোস্কি চ্যাম্পিয়ন্স লিগে গোলের সেঞ্চুরি পূরণ করেছেন।

কাল ইত্তিহাদ স্টেডিয়ামে রচিত হয়েছে সবচেয়ে বড় নাটকীয়তা। দ্বিতীয়ার্ধের শুরুতে ৩-০ গোলে এগিয়ে থেকে সব ধরনের প্রতিযোগিতায় টানা পাঁচ ম্যাচে জয়বিহীন রয়েছে সিটিজেনরা।

আর্লিং হালান্ডের পেনাল্টিতে প্রথমার্ধের একেবারে শেষ মিনিটে এগিয়ে যায় সিটি। ইকে গুনডোগান ৫০ মিনিটে ব্যবধান দ্বিগুন করেন। ৫৩ মিনিটে আবারো হালান্ডের গোলে সিটি ৩-০ ব্যবধানের লিড নেয়। ৭৫ মিনিটে ম্যাচে ফিরে আসার ইঙ্গিত দেয়া ফেইনুর্ড। সিটির রক্ষনভাগের ভুলে গোলরক্ষক এডারসনকে পরাস্ত করেন আনিস হাজ মৌসা।

বদলী খেলোয়াড় সানটিয়াগো জিমেনেজের গোলে ৮২ মিনিটে আরো এক গোল পরিশোধ করে ফেইনুর্ড। ম্যাচ শেষের মিনিটখানেক আগে ইগর পিক্সাওর ক্রসে স্লোভাক ডেভিড হাঞ্চকো ফেইনুর্ডকে গুরুত্বপূর্ণ এক পয়েন্ট উপহার দেন।

ম্যাচ শেষে গার্দিওলা বলেছেন, ‘আমরা অনেক বেশী গোল হজম করেছি। কারন ম্যাচের গতি ধরে রাখতে পারিনি। আমরা এ মৌসুমে বেশ কিছু ম্যাচ শেষের দিকে হেরে গেছি। ম্যাচের আবহের সাথে মানিয়ে নিতে না পারাই এর একমাত্র কারন। অবশ্যই এই মুহূর্তে জয়টা আমাদের প্রয়োজন।’

এই প্রথমবারের মত চ্যাম্পিয়ন্স লিগে কোন দল শেষ ২০ মিনিটে তিন গোলে পিছিয়ে থেকেও পরাজয় এড়াতে পেরেছে। এই এক পয়েন্টে ডাচ চ্যাম্পিয়নদের সামনে এগিয়ে যাবার পথ কিছুটা হলেও সুগম হয়েছে।

শীর্ষ আটের স্থান থেকে দুই পয়েন্ট দুরে রয়েছে সিটি।

এদিকে মিউনিখে পিএসজিকে ১-০ গোলে পরাজিত করে টেবিলের ১১তম স্থানে উঠে এসেছে। দক্ষিণ কোরিয়ান ডিফেন্ডার কিম মিন-জায়ে বিরতির সাত মিনিট আগে কর্ণার থেকে পাওয়া বলে জয়সূচক গোলটি করেন। দ্বিতীয়ার্ধের শুরুতে দ্বিতীয় হলুদ কার্ডের কারনে ওসমানে ডেম্বেলে মাঠ ত্যাগ করলে পিএসজি ১০ জনের দলে পরিণত হয়। ফরাসি চ্যাম্পিয়নরা পাঁচ ম্যাচে মাত্র চার পয়েন্ট অর্জন করেছে।

৩৬ দলের লিগ পর্বে তাদের অবস্থান ২৬তম।

চ্যাম্পিয়ন্স লিগে লিওয়ানদোস্কির শততম গোলে বার্সেলোনায় ফরাসি ক্লাব ব্রেস্টকে ৩-০ ব্যবধানে পরাজিত করেছে। ডানি ওলমো দ্বিতীয়ার্ধের মাঝামাঝিতে ব্যবধান দ্বিগুন করেন। এর আগে শুরুতেই পেনাল্টি থেকে লেভা বার্সাকে এগিয়ে দিয়েছিলেন। ম্যাচের শেষ ভাগে পোলিশ তারকা দ্বিতীয় গোলের মাধ্যমে চ্যাম্পিয়ন্স লিগে ১০১ তম গোল আদায় করেছেন। শুধুমাত্র ক্রিস্টিয়ানো রোনাল্ডো ও লিওনেল মেসি তার থেকে বেশী গোল করেছেন।

ঘরের মাঠে আরবি লিপজিগকে ১-০ গোলে পরাজিত করে বার্সেলোনা ও লিভারপুলের থেকে এক পয়েন্ট এগিয়ে ১৩ পয়েন্টসহ টেবিলের শীর্ষে অবস্থান করছে ইন্টার মিলান। সান সিরোতে ক্যাস্তেলো লুকেবার আত্মঘাতি গোলে মিলানের জয় নিশ্চিত হয়। এনিয়ে পাঁচ ম্যাচের পাঁচটিতেই পরাজিত হয়েছে লিপজিগ।

দিনের অপর ম্যাচগুলোতে আর্সেনাল লিসবনে স্পোর্টিংকে ৫-১ গোলে, আটালান্টা ৬-১ গোলে তলানির দল সুইজারল্যান্ডের ইয়ং বয়েজকে, এ্যাথলেটিকো মাদ্রিদ ৬-০ গোলে স্পার্টা প্রাগকে এবং লেভারকুসেন ৫-০ গোলে রেড বুল সালজবার্গকে বিধ্বস্ত করেছে।

facebook sharing button
messenger sharing button
twitter sharing button
whatsapp sharing button

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button