শীর্ষ নিউজসংগঠন সংবাদ

যশোর জেলা আইনজীবী সমিতির নির্বাচনে জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের বিজয়

 

যশোর, ১ ডিসেম্বর, ২০২৪ (বাসস) : যশোর জেলা আইনজীবী সমিতির নির্বাচনে জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের প্রার্থীরা নিরঙ্কুশ বিজয় অর্জন করেছেন।মোট ১৩টি পদের মধ্যে সভাপতি ও সম্পাদকসহ নয়টি পদে বিএনপিপন্থী  জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম মনোনীত প্রার্থীরা বিজয়ী হয়েছেন।

নির্বাচনে ল’ইয়ার্স কাউন্সিলের দু’জন প্রার্থী , গণতান্ত্রিক আইনজীবী ফ্রন্টের একজন প্রার্থী ও স্বতন্ত্র একজন প্রার্থী নির্বাচিত হয়েছেন।উৎসবমূখর পরিবেশে শনিবার সকাল ১০টা থেকে বিকেল ৫টা পর্যন্ত সমিতি ১নং ভবন মিলনায়তনে বিরতিহীনভাবে ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়। ভোট গণনা শেষে রাত ১০টার দিকে নির্বাচন কমিশনার ইসমত হাসার ফলাফল ঘোষণা করেন।

জানা যায়,সভাপতি পদে জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের প্রার্থী আবু মোর্ত্তজা ছোট ৩৬৫ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তাঁর প্রতিদ্বন্দ্বী বঙ্গবন্ধু আওয়ামী আইনজীবী পরিষদের প্রার্থী খোন্দকার মোয়াজ্জেম হোসেন মুকুল পেয়েছেন ১৪৩ ভোট। সাধারণ সম্পাদক পদে জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের প্রার্থী এমএ গফুর ২২৮ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন।তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী বঙ্গবন্ধু আওয়ামী আইনজীবী পরিষদের প্রার্থী হাদিউজ্জামান সোহাগ পেয়েছেন ১২১ ভোট।সহ-সভাপতি দুটি পদে জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের গোলাম মোস্তফা ২৯৭ ভোট ও বাংলাদেশ ল’ইয়াস কাউন্সিলের আলমগীর সিদ্দিক ২২৬ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। যুগ্ম-সাধারণ সম্পাদক পদে জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের নুর আলম পান্নু ২৬৪ ভোট পেয়ে জয়ী হয়েছেন।সহকারী সম্পাদক দুটি পদে জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের সেলিম রেজা ২৮৭ ভোট ও গণতান্ত্রিক আইনজীবী ফ্রন্টের আশরাফুল আলম ২৮৬ ভোট পেয়ে জয়ী হয়েছেন। গ্রন্থাগার সম্পাদক পদে ল’ইয়ার্স কাউন্সিলের এসএম শাহারিয়ার হক ২১৫ ভোট পেয়ে জয়ী হয়েছেন।নির্বাহী সদস্য’র পাঁচ পদে জাতীয়তা আইনজীবী ফোরামের প্রার্থী তরিকুল ইসলাম বাপ্পি (২৯৮ ভোট), মৌলুদা পারভীন (২৮১ ভোট), মুন্সী মনজুরুল মাহমুদ লিটু (২৫২ ভোট), এনামুল আহসান টিটুল (২৩৭ ভোট) এবং স্বতন্ত্র প্রার্থী দৌলতুন নেছা ২৭১ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন।

নির্বাচন কমিশনার ইসমত হাসার বলেন, আটটি বুথে ৫শ’ ৩৮ ভোটারের মধ্যে ৫২১ জন ভোটাধিকার প্রয়োগ করেন।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button