শীর্ষ নিউজ

প্রাইম ব্যাংক আয়োজিত BAMLCO কনফারেন্স অনুষ্ঠিত

ঢাকাডিসেম্বর ০৩, ২০২৪:  প্রাইম ব্যাংক পিএলসি আয়োজিত BAMLCO কনফারেন্স-২০২৪ অনুষ্ঠিত হয়েছে। সম্প্রতি ঢাকায় ব্যাংকের নিজস্ব প্রাঙ্গণে এই কনফারেন্স অনুষ্ঠিত হয় এবং এতে ব্যাংকের সকল শাখা অ্যান্টি-মানি লন্ডারিং কমপ্লায়েন্স অফিসার (BAMLCO) অংশগ্রহণ করেন।

কনফারেন্সের লক্ষ্য ছিল মানি লন্ডারিং প্রতিরোধে সচেতনতা বৃদ্ধি এবং কমপ্লায়েন্স পদ্ধতিগুলোর আরও উন্নয়ন নিশ্চিত করা, যা নিয়ন্ত্রক সংস্থার নির্দেশনা পরিপালন এবং স্বচ্ছতা নিশ্চিতে ব্যাংকের অঙ্গীকারের প্রতিফলন।

কনফারেন্সে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক ও বিএফআইইউ’র প্রধান (ভারপ্রাপ্ত) এ. কে. এম. এহসান। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন প্রাইম ব্যাংকের প্রধান নির্বাহী কর্মকর্তা হাসান ও. রশীদ; স্বাগত বক্তব্য রাখেন ব্যাংকের ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর ও প্রধান মানিলন্ডারিং প্রতিরোধ পরিপালন কর্মকর্তা মো. জিয়াউর রহমান। রিসোর্স পার্সন হিসেবে সেশন পরিচালনা করেন বিএফআইইউ’র অতিরিক্ত পরিচালক মো. আব্দুল আউয়াল চৌধুরী।

কনফারেন্সে বর্তমান প্রেক্ষাপটে মানিলন্ডারিং ও সন্ত্রাসে অর্থায়ন প্রতিরোধে কর্মকর্তাদের করণীয় বিষয়ে আলোকপাত করা হয় এবং দশ জন কর্মকর্তাকে মানিলন্ডারিং প্রতিরোধ পরিপালনে বিশেষ দক্ষতার জন্য পুরস্কার প্রদান করা হয়।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button